প্রবীর চক্রবর্তী: 'বাংলায় হারার পর কেন্দ্র এক পয়সাও দেয়নি'। বকেয়া ইস্যুতে ফের বিজেপিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন,  'গরিবের ন্যায্য দাবি নিয়ে দিল্লি গিয়েছিলাম। বাংলার প্রাপ্য টাকা ফিরিয়ে আনবই'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Debangshu Bhattacharya: 'অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর বাড়ি এসেছেন,' জানালেন দেবাংশু! আসল গল্প অন্য...


তখনও লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। ব্রিগেডে সভা থেকে রাজ্যের ৪২ আসনেই তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করেন অভিষেক। পূর্ব বর্ধমান কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী ডাঃ শর্মিলা সরকার, আর বর্ধমান-দুর্গাপুরে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। কাটোয়ায় দুই প্রার্থীর সমর্থনেই প্রচার করলেন অভিষেক। কবে? আজ, শুক্রবার।  


জনসভায় অভিষেক বলেন, 'বাংলার হারার পর কেন্দ্রে এক  পয়সাও দেয়নি। কেউ দেখাতে পারলেন রাজনীতি ছেড়ে দেব। কোনও বিজেপি নেতা আমার চ্যালেঞ্জ গ্রহণ করেনি। আপনার ক্ষমতা থাকলে আমার সঙ্গে বিতর্কে যোগ দিন'।  তাঁর কথায়, 'ভোটের আগে রাজনীতি করছে বিজেপি। ভোটে জেতার পর দু'বছর কাউকে দেখা যায়নি। ভোট এসেছে, আবার আপনারা এসেছেন। আপনারা কার গ্যারান্টি নেবেন? দিদি না মোদী'?



আরও পড়ুন: Dooars: ভোটের আগে ডুয়ার্সের চা বাগানে অসন্তোষ, পাওনার দাবিতে শ্রমিক বিক্ষোভ


এদিকে লোকসভা ভোটের মুখে দেশজুড়ে লাগু হয়ে দিয়েছে CAA।  অভিষেক বলেন, 'এখন ভোটের আগে বলছেন, সিএএ করব। সিএএ আইন পাশ করেছে ২০১৯ সালে। আপনার খালি নিয়মাবলী তৈরি করতে লেগে ৫ বছর। এটা আর একটা জুমলা। ৪০ পাতার মধ্যে ৩৮ পাতা খালি ফর্ম! আপনি ফর্ম ফিলাপ করুন, তারপরে আপনি কোথায় যাবেন, কার কাছ আবেদন করবেন, কিছু স্পষ্ট করে বলা নেই। এই জুমলায় পা দেবেন না'। 


অভিষেকের আরও বক্তব্য, 'এই CAA-র কারণে অসমে ১২ লক্ষ হিন্দু বাঙালি NRC-র  কবলে পড়েছে। অসমের মুখ্যমন্ত্রী নাম কী? হিমন্ত বিশ্বশর্মা। কোন রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী? ভারতীয় জনতা পার্টি। বিজেপি ব্যবস্থা নিয়েছে? নেয়নি। নেতাজিনগরে তরুণ কাগজ খুঁজে পাচ্ছে না বলে  আতঙ্কে, ভয়ে আত্মহত্যা করেছে। NRC-র ভয়ে, CAA-র ভয়ে'।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)