Adhir On Abhishek: অভিষেকের মন্তব্য বিচারব্যবস্থার অবমাননা; ব্যবস্থা নিক আদালত, সরব অধীর
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে অধীর চৌধুরী আরও বলেন, বিচারের রায় আমার ভালো না লাগতে পারে। তার জন্য উচ্চ আদালত রয়েছে
নিজস্ব প্রতিবেদন: বিচার ব্যবস্থার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য অত্যন্ত অপমানজনক। গতকাল হলদিয়ায় বিচারব্যবস্থা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের মন্তব্যের পর এভাবেই তাঁকে বিঁধলেন অধীর চৌধুরী। অভিষেকের মন্তব্য নিয়ে শিলিগুড়িতে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও।
এনিয়ে অধীর চৌধুরী বলেন, এটা অন্যায়। কে ওই ধরনের মন্তব্য করলেন তা বড় কথা নয়। আদালতকে অপমান করা হয়েছে। যে বিচার ব্যবস্থা ভারতীয় সংবিধানের আইনকে ব্যাখ্যা করে তাকে এভাবে ওপেন স্টেজে গালিগালাজ করা ঘৃণ্য ও নক্কারজনক। আদালতের উচিত ব্যবস্থা নেওয়া।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে অধীর চৌধুরী আরও বলেন, বিচারের রায় আমার ভালো না লাগতে পারে। তার জন্য উচ্চ আদালত রয়েছে। আপনারা কখনও ডিভিশন বেঞ্চে যাচ্ছেন। যিনি বক্তা তিনি হাজিরা না দেওয়ার জন্য কোথায় যাচ্ছিলেন? সিবিআই-ইডিতে হাজিরা কলকাতার অফিসে দেওয়ার জন্য কোথায় যাচ্ছিলেন? হাজিরা না দিলেই তো পারতেন, সে বাহাদুরি তো দেখাতে পারেননি। যে আদালত তল্পিবাহক হয়ে ইডি-সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছে তার কাছে আর দরবার কেন? জামিন পাওয়ার জন্য আদালতে যাওয়া কেন?
শনিবার হলদিয়ায় দলের শ্রমিক সংগঠনের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমার বলতে লজ্জা লাগে বিচারব্যবস্থায় ১-২ জন এমন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশে তল্পিবাহক হিসাবে কাজ করছেন। ১ শতাংশ হবে। কিছু হলেই সিবিআই (CBI) দিচ্ছে। খুনের মামলায় স্থগিতাদেশ দিচ্ছে। শুনেছেন কোনওদিন'?
আরও পড়ুন-Abhishek Banerjee: 'বিচারব্যবস্থায় এক-দু'জন রয়েছেন, তল্পিবাহক হিসেবে কাজ করছেন'