Abhishek Banerjee: 'বিচারব্যবস্থায় এক-দু'জন রয়েছেন, তল্পিবাহক হিসেবে কাজ করছেন'
SSC-সহ একাধিক মামলায় CBI তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। হলদিয়ার জনসভায় এবার বিচারব্যবস্থার বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক।
![Abhishek Banerjee: 'বিচারব্যবস্থায় এক-দু'জন রয়েছেন, তল্পিবাহক হিসেবে কাজ করছেন' Abhishek Banerjee: 'বিচারব্যবস্থায় এক-দু'জন রয়েছেন, তল্পিবাহক হিসেবে কাজ করছেন'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/05/28/377067-baal.jpg)
নিজস্ব প্রতিবেদন: 'বিচারব্যবস্থায় এক-দু'জন রয়েছেন। সম্পূর্ণ তল্পিবাহক হিসেবে কাজ করছেন'। বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে হুঁশিয়ারি, 'আপনার যদি মনে হয়, সত্যি কথা বলার আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমি ক্যামেরায় সামনে এমন সত্যি কথা ২ হাজার বার বলব, ১০ হাজার বলব'।
ভোট পরবর্তী হিংসা মামলা ও গরু পাচার কাণ্ড তো ছিলই। SSC নিয়োগ দুর্নীতি মামলায়ও CBI তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বাদ যায়নি বগটুই কাণ্ড ও ঝালদা কাউন্সিলরকে খুনের ঘটনাও। কেন বারবার CBI? এদিন হলদিয়ায় শ্রমিক সমাবেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমার বলতে লজ্জা লাগে বিচারব্যবস্থায় ১-২ জন এমন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশে তল্পিবাহক হিসাবে কাজ করছেন। ১ শতাংশ হবে। কিছু হলেই সিবিআই (CBI) দিচ্ছে। খুনের মামলায় স্থগিতাদেশ দিচ্ছে। শুনেছেন কোনওদিন'?
'ক্ষমতার ঔদ্ধত্য কোথায় পৌঁছেছে'?, প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। বললেন, 'যদি ক্ষমতা থাকে, মুখ্যমন্ত্রী আপনি মঞ্চে দাঁড়িয়ে বা প্রেস কনফারেন্স করে বলুন, এখানকার বিচারপতিরা অন্যায় করছেন। বিচারপতিরা জানে না, যা খুশি করছে। আপনি কেন বলছেন না? ঝাল লেগেছে। একের পর এক CBI তদন্ত দেওয়া কাটা ঘাটে নুনে ছিটা লেগেছে। সেকারণেই এই ধরণের আল্ফালন করছেন'।
এদিন হলদিয়ায় দাঁড়িয়ে নাম না করে শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেন অভিষেক।