Abhishek Banerjee: নবজোয়ার থামিয়ে ইডি-র দফতরে হাজিরা দিচ্ছেন না অভিষেক!
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করেছে ইডি। কবে? মঙ্গলবার, ১৩ জুলাই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ।
![Abhishek Banerjee: নবজোয়ার থামিয়ে ইডি-র দফতরে হাজিরা দিচ্ছেন না অভিষেক! Abhishek Banerjee: নবজোয়ার থামিয়ে ইডি-র দফতরে হাজিরা দিচ্ছেন না অভিষেক!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/06/08/424401-asaby.png)
প্রবীর চক্রবর্তী: নবজোয়ার কর্মসূচি শেষ হয়নি এখনও। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিচ্ছেন না তিনি। সূত্রের খবর তেমনই।
নবজোয়ার কর্মসূচিতে অভিষেক তখন বাঁকুড়ায়। কুন্তল ঘোষ চিঠি মামলায় কলকাতায় তাঁর বাড়িতে নোটিশ পাঠায় সিবিআই। নবজোয়ার থামিয়ে শহরে ফেরেন অভিষেক। ২০ মে নিজাম প্যালেসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ম্যারাথন জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেই এবার ডায়মন্ড হারবারের সাংসদকে তলব করল ইডি। কবে? ১৩ জুলাই, মঙ্গলবার, সিজিও সিজিও কমপ্লেক্সে।
এদিকে পঞ্চায়েত ভোটে কাকে প্রার্থী চান? সাধারণ মানুষের মতামত জানতে 'জনসংযোগ যাত্রা' করছেন অভিষেক। ২৫ এপ্রিল কোচবিহার থেকে জনসংযোগ যাত্রা শুরু করেছিলেন তিনি। আগামী ১৬ জুন এই কর্মসূচি শেষ হবে দক্ষিণ ২৪ পরগনায়। কাকদ্বীপে নবজোয়ারে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: Cattle Smuggling Case: ফের বোলপুরে সিবিআই, জিজ্ঞাসাবাদ একাধিক অনুব্রত ঘনিষ্ঠকে
সূত্রের খবর, ঘনিষ্ঠমহলে অভিষেক বলেছেন, যাত্রা থামিয়ে এখন ইডি-র দফতরে হাজিরা দেওয়ার কোনও প্রশ্ন নেই। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন দিনক্ষণও ঘোষণা হয়ে গিয়েছে। ভোট মিটলে, তবেই হাজিরা দেবেন তিনি। স্রেফ মুখের কথা নয়, ইডি-কে পাল্টা চিঠি দিচ্ছেন অভিষেক।
এর আগে, কলকাতা বিমানবন্দরেই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরিয়েছিল ইডি। আজ, শুক্রবার কয়লা পাচার মামলায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল সিজিও কমপ্লক্সে। এদিন ৪ ঘণ্টা ধরে অভিষেক ঘরনীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।