জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তৃণমূলে কি গুরুত্ব পেলেন প্রবীণরাই? অভিষেক  বন্দ্যোপাধ্যায়ের জবাব, 'যাঁদের যোগ্য মনে করেছে, তাঁদের জায়গা দিয়েছে। তাঁরা কতটা যোগ্য, কতটা দক্ষ, আগামি দিনে তাঁদের প্রমাণ করতে হবে'। বললেন, 'আমি মনে করি দলের সিদ্ধান্ত শিরোধার্য'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Pankaj Dutta: সোনাগাছি মন্তব্যে বিতর্কে জড়ানো সেই অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্ত প্রয়াত..


ঘটনাটি ঠিক কী? চারদিন পার। গত সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছিল কালীঘাটে। সেই বৈঠকে দলের শৃঙ্খলারক্ষায় জোর দেওয়া হয়। সংসদ, বিধানসভা ও দলীয় স্তরে থাকবে ৩ শৃঙ্খলারক্ষা কমিটি গঠন করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। রাজনৈতিক মহলের মতে, দলের বিভিন্ন কমিটিতে স্থান পেয়েছেন প্রবীণরাই।


এদিন নিজের লোকসভা কেন্দ্র জায়মন্ড হারবারের 'সেবাশ্রয়' কর্মসূচির সূচনা করেন অভিষেক। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'দল মনে করেছে, দল শৃঙ্খলারক্ষা কমিটি তৈরি করেছে। পার্লামেন্টের জন্য আলাদা কমিটি তৈরি করেছে, পরিষদীয় দলের বিধানসভার জন্য একটা আলাদা কমিটি তৈরি করেছে। যাঁদের যোগ্য মনে করেছে, তাঁদের জায়গা দিয়েছে। তাঁরা কতটা যোগ্য, কতটা দক্ষ, আগামি দিনে তাঁদের প্রমাণ করতে হবে'।



আরও পড়ুন:  Kolkata: বাংলাদেশিদের জন্য 'বন্ধ' হাসপাতালের দরজা! কলকাতায় আর মিলবে না পরিষেবা?


এদিকে দায়িত্ব বেডে়ছে অভিষেকেরই। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তো ছিলেনই। কর্মসমিতির বৈঠকে দিল্লিতে দলের মুখপাত্রও করা হয়েছে। অভিষেক বলেন, আমি যখন দায়িত্ব পেয়েছি, সাধ্যমতো চেষ্টা করেছি। সম্মুখ-সমরে লড়াই করেছি। সাংগঠিক দায়িত্বে আমি যখনই ছিলাম, দল যে দায়িত্ব দিয়েছে। নির্বাচনের সময়ে, আমি করেছি। আমি মনে করি দলের সিদ্ধান্ত শিরোধার্য।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)