Kolkata: বাংলাদেশিদের জন্য 'বন্ধ' হাসপাতালের দরজা! কলকাতায় আর মিলবে না পরিষেবা?
Kolkata: জে এন রায় হাসপাতালের ডিরেক্টর শুভ্রাংশু ভক্ত জানিয়েছেন, জে এন রায় হসাপাতালের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নিয়ে আমরা বিজ্ঞপ্তি জারি করেছি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতার ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগে অশান্ত বাংলাদেশ এবং উত্তপ্ত কলকাতা। বঙ্গে বারবার পুলিসের সঙ্গে খণ্ড যুদ্ধে জড়াচ্ছেন সনাতনি বিক্ষোভকারীরা। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও গণসংগঠনগুলি চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির প্রতিবাদে স্মারকলিপি জমা দিয়েছে। সংখ্যালঘুদের উপর লাগাতার আক্রমণ ও সন্ন্যাসীকে গ্রেফতারির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত সরকার। আর এই পরিস্থিতির মধ্যেই এপারে হাসপাতালে বাংলাদেশির প্রবেশ নিষেধ করা হল, বাংলাদেশিদের চিকিৎসা নয়, জানিয়ে দিল মানিকতলার একটি বেসরকারি হাসপাতাল।
আরও পড়ুন: Rudranil Ghosh: বঙ্গ বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া! কাদের বিরুদ্ধে মুখ খুললেন রুদ্রনীল
জে এন রায় হাসপাতালের ডিরেক্টর শুভ্রাংশু ভক্ত জানিয়েছেন, জে এন রায় হসাপাতালের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নিয়ে আমরা বিজ্ঞপ্তি জারি করেছি। শুক্রবার থেকে কোনো বাংলাদেশি রোগীদের ভর্তি অথবা মেডিক্যাল সেবা দেওয়া হচ্ছে না। তিনি আরও বলেন,এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে আমাদের দেশের লাখ লাখ সৈনিকের রক্ত ঝড়ে ছিল। আজ সেই দেশে আমাদের দেশকে এইভাবে অবমাননা করছে। অতএব তাদের সঙ্গে আমাদের এই ভাব-ভালোবাসা দেখানোর কোনো কারণ নেই।
ইসকনের সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাস। আসল নাম ছিল চন্দন কুমার ধর। যাঁকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করেছে ঢাকা পুলিসের গোয়েন্দা বিভাগ। যিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। কয়েকদিন আগেই চট্টগ্রামে একটি সমাবেশ ডেকেছিলেন ইসকনের সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাস। সেখানে হাজির হয়েছিলেন, প্রায় চার লক্ষ হিন্দু ধর্মাবলম্বী। অভিযোগ, তার জেরেই ইসকনের সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসকে টার্গেট করেছে বাংলাদেশের মৌলবাদীরা। আর সেই চাপের মুখে পড়েই, চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশ সরকার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)