জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বারাণসীতে একটি সভায় তখন বক্তব্য রাখছিলেন। হঠাত্ নাক-মুখ দিয়ে উঠে আসে রক্ত! একমাসেরও বেশি সময় ধরে ভর্তি ছিলেন বারাণসীরই একটি হাসপাতালে। প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Kolkata: বাংলাদেশিদের জন্য 'বন্ধ' হাসপাতালের দরজা! কলকাতায় আর মিলবে না পরিষেবা?
আরজি কর কাণ্ডের প্রতিবাদে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন অবসরপ্রাপ্ত এই আইপিএস অফিসার। তিনি বলেছিলেন, 'আরজি করের মতো জায়গায় একজন মহিলা চিকিৎসককে নির্যাতন করে মেরে ফেলা হল। সোনাগাছির মতো জায়গায় হলে তাও মেনে নেওয়া যেত'। শেষপর্যন্ত মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। কিন্তু প্রাক্তন আইজি-কে রক্ষকবচ দিতে অস্বীকার করে হাইকোর্টের প্রধান বিচারপতি সিঙ্গল বেঞ্চ।
এদিকে এই ঘটনার পর যখন বারণসীতে অসুস্থ হয়ে পড়েন পঙ্কজ, তখন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ি করেন শুভেন্দু অধিকারী। এক্স হ্য়ান্ডেল পোস্টে রাজ্যের বিরোধী দলনেতা লেখেন, 'পঙ্কজ দত্তর হঠাৎ অসুস্থতার জন্য দায়ী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় বিভিন্ন সময় সরব হয়েছেন পঙ্কজ দত্ত। পুলিশের বিভিন্ন তদন্তের গাফিলতি নিয়ে সমালোচনা করেছেন রাজ্যের প্রাক্তন আইজি।'
শুভেন্দুর আরও বক্তব্য, 'সম্প্রতি আরজি করের ঘটনায় কলকাতা পুলিশের সমালোচনা করেছিলেন পঙ্কজ দত্ত। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পঙ্কজ দত্তকে হেনস্থা করেন কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা। বড়তলা থানায় ডেকে দিনভর হেনস্থা করা হয় রাজ্য পুলিশের প্রাক্তন আইজি-কে। তাঁর শারীরিক অবস্থার জন্য দায়ী কলকাতা পুলিশই। চূড়ান্ত মানসিক নির্যাতন করা হয় পঙ্কজ দত্তকে।'
আরও পড়ুন: Rudranil Ghosh: বঙ্গ বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া! কাদের বিরুদ্ধে মুখ খুললেন রুদ্রনীল
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)