Abhishek Banerjee: 'এ কীসের আন্দোলন'! কুড়মি বিক্ষোভে কড়া বার্তা অভিষেকের...

অভিষেকের কনভয়ে সামনে কুড়মিদের বিক্ষোভে তুলকালামকাণ্ড ঝাড়গ্রামে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর।  

Updated By: May 26, 2023, 11:38 PM IST
Abhishek Banerjee: 'এ কীসের আন্দোলন'! কুড়মি বিক্ষোভে কড়া বার্তা অভিষেকের...

প্রবীর চক্রবর্তী: 'এ কীসের আন্দোলন'! জঙ্গলমহলে কুড়মিদের বিক্ষোভ দিয়ে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কড়া বার্তা, 'আমি আশা করব, আদিবাসী কুড়মি সমাজের মাথায় যাঁরা রয়েছে, তারা বিবৃতি দিয়ে স্পষ্ট করবে, আজকের ঘটনার সঙ্গে তাঁরা  আছেন কিনা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি স্পষ্ট না করেন, তাহলে আমরা যা পথ অবলম্বন করার আমরা করব'।

সংরক্ষণের দাবিতে আন্দোলনে নেমেছেন কুড়মি  সম্প্রদায়ের মানুষেরা। বাঁকুড়া, পুরুলিয়ার পর এবার ঝাড়গ্রামে। যাত্রাপথে ফের বিক্ষোভের মুখে পড়লেন অভিষেক। সঙ্গে এবার মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে ভাঙচুর, তৃণমূল কর্মীদের উপর হামলা! সূত্রের খবর, কীভাবে এমন ঘটনা ঘটল? পুলিস সুপারের কাছে রিপোর্ট তলব করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। 

এদিন ঝাড়গ্রামের লোধাশুলির সভায় অভিষেক বলেন, 'আপনারা দেখেছেন, আমি আসার সময়ে কীভাবে কুড়মি আন্দোলনের নাম করে, কিছু লোক, বর্বরতা ও উচ্ছল্ঙতা পরিবেশ তৈরি করেছে। এই বীরবাহা হাঁসদা এখানে বসে আছে, একজন এসটি মেয়ে, রাজ্যের মন্ত্রী, তাঁর কনভয়ে হামলা করেছে। সংবাদমাধ্যমের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এ কীসের আন্দোলন! আন্দোলন সবসময় শান্তিপূর্ণ হয়। আন্দোলনের নামে গুণ্ডামি, রাহাজানি, মস্তানি কোনওদিন হয় না'।

আরও পড়ুন: Abhishek Banerjee: 'কুড়মি সম্প্রদায়ের মানুষের কাছে যান', পুরুলিয়ায় দলীয় বৈঠকে বার্তা অভিষেকের

তাহলে? অভিষেকের হুঁশিয়ারি, 'আপনাদের বিরুদ্ধে দিলীপ ঘোষ বলছে, জামা-কাপড় খুলে নেব। আর বিজেপি নেতাগুলি  বড় বড় ভাষণ দিচ্ছে, তখন আপনাদের কী হয়! এর পিছনে কোনও রাজনৈতিক নেতা রয়েছে, কর্মী রয়েছে, আমরা সব জানি। এই বিক্ষোভের নাটক, এটা কারা সংগঠিত করেছে। এর পিছনে কে রয়েছে, খুঁজে বার করব'। সঙ্গে বার্তা, 'আমরা কোনওররক কোনও হিংসার ঘটনাকে সমর্থন করি না। যাঁরা আন্দোলনের নামে, জল্লাদের উল্লাস মঞ্চ করে,  এই ঝাড়গ্রামে আবার অশান্তি ফিরিয়ে আনতে ফিরিয়ে আনতে চাইছে, ঝাড়গ্রামে মানুষ শপথ নিন, এদের ক্ষমা করবেন না'।

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.