প্রবীর চক্রবর্তী: নবজোয়ারের শেষদিনে কাকদ্বীপে একমঞ্চে মমতা-অভিষেক। জনসংযোগ যাত্রার মঞ্চ থেকে এদিন ফের একবার অভিষেক তুলোধনা করেন ইডি-সিবিআইকে। তোপ দাগেন, সিবিআই নোটিস পাঠিয়ে নবজোয়ার যাত্রা আটকানোর চেষ্টা করে। হুঁশিয়ারি দেন, ইডি-সিবিআই যত কুৎসা করেছে, তৃণমূল তত শক্তিশালী হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিষেক এদিন বলেন, 'তৃণমূলের নবজোয়ার কর্মসূচীর আজ শেষ দিন। কোচবিহারের বামনহাট থেকে শুরু করেছিলাম, কাকদ্বীপে শেষ করছি। ৬০ দিন ধরে এই কর্মসূচি চলল। ২ মাস রাস্তায় থাকব বলেছিলাম। অনেক রাজনৈতিক দলের নেতা, মুখপাত্র ব্যঙ্গ বিদ্রুপ করেছিল। বলেছিল আমি ৪ দিনও করতে পারব না। সিবিআই দিয়ে ভেবেছিল আমাদের এই জনসংযোগ যাত্রা বন্ধ করবে। দেখা গেল, মানুষের ঢল বেড়েছে। নবজোয়ার আর নবজোয়ার নেই। এটা জনজোয়ারে পরিণত হয়েছে। আমার উপলব্ধি হল, গুরুজনেরা বলত প্রকৃতি সর্বশক্তিমান। আমার ৬০ দিনের উপলব্ধি হল, মানুষ হল প্রকৃতির চেয়েও সর্বশক্তিমান। অনেক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছি। কিন্তু সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছে তাতে আগামী ৫০ বছর তৃণমূল কংগ্রেসই থাকবে। 
৬০ দিন আগের অভিষেক, আর ৬০ দিন পরের অভিষেক অনেক আলাদা। আমার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে।'


অভিষেক বলেন,'৪০৭৮ কিমি পথ এই ৬০ দিনে আমি অতিক্রম করেছি। হাতে জোড়াফুলের পতাকা নিয়ে হেঁটেছি, অস্ত্র হাতে নিয়ে হাঁটিনি। আমি মন্দির মসজিদে গিয়ে মানুষের জন্য প্রার্থনা করেছি। ধর্মের নামে রাজনীতি করিনি। আমি রক্তদান করেছি, রক্ত নিয়ে দাঙ্গা করিনি। যারা বলত গণতন্ত্র নেই বাংলায়। তারা জেনে রাখুন, সিপিএম পরিকল্পিতভাবে সন্ত্রাসকে মজ্জাগত করেছিল। জেলা পরিষদে ১০০ শতাংশ মনোনয়ন হয়েছে। আমরা অধিকার হরণ করিনি, ফেরত দিয়েছি। সিপিএম, বিজেপি বলতে পারবে না তাদের মনোনয়ন জমা পড়েনি। আমরা কথা দিলে কথা রাখি।'


পাশাপাশি, নবজোয়ার যাত্রার শেষদিনে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশেও প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেন অভিষেক। বলেন, 'কোথাও কোথাও নির্দল হয়ে যদি কেউ দাঁড়িয়ে থাকে, তাদের উদ্দেশে বলছি, যারা বেইমানি করছে, তাদের দলে নেওয়া হবে না। দলের শৃঙ্খলার উপরে আপনিও নন, আমিও নই।' নবজোয়ারের মঞ্চ থেকে অভিষেক এদিন আবারও 'মানুষের টাকা দিল্লির বুক থেকে ছিনিয়ে নিয়ে' আসার কথা দেন। বলেন, 'কথা দিচ্ছি, প্রাপ্য ফিরিয়ে আনব।'


আরও পড়ুন, Panchayat Election 2023: ভাঙড় পুলিস কি এফআইআর করেছে? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের


Panchayat Election 2023: বিজেপির আর্জি মঞ্জুর, বাড়ল মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)