‘বিজেপি করছেন’ এই সন্দেহেই দলীয় কর্মীদের বাড়িতে বোমাবাজি তৃণমূলের! উত্তপ্ত নানুর

বিজেপি করছেন, এই সন্দেহে দলীয় কর্মীদেরই বাড়ি ভাঙচুর করে বোমা ছোড়ার অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে।

Updated By: Aug 30, 2019, 10:02 AM IST
‘বিজেপি করছেন’ এই সন্দেহেই দলীয় কর্মীদের বাড়িতে বোমাবাজি তৃণমূলের! উত্তপ্ত নানুর

নিজস্ব প্রতিবেদন:  ফের বোমাবাজিতে উত্তপ্ত নানুর। বিজেপি করছেন, এই সন্দেহে দলীয় কর্মীদেরই বাড়ি ভাঙচুর করে বোমা ছোড়ার অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে।

 

জানা গিয়েছে, বৃহস্পতিবার গ্রামেরই কয়েকজন যুবক গ্রাম পঞ্চায়েতে গিয়ে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে অভিযোগ জানাতে যান। কেন তাঁরা এখনও সেই কার্ড পাননি, তা নিয়ে প্রশ্ন করেন। অভিযোগ, রাতেই তাঁদের বাড়িতেই হামলা চালায় দুষ্কৃতীরা।

প্রেমিক বন্ধুদের দিয়ে গণধর্ষণ করিয়েছিল, কোলাঘাটের সেই নির্যাতিতা দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু!

প্রথমে গ্রামে ঢুকে বেপরোয়া বোমাবাজি শুরু হয়। এরপর ওই যুবকদের বাড়িতে ভাঙচুর করা হয়।

জানা গিয়েছে, আক্রান্তরা প্রথমে সিপিএম করতেন, পরে তাঁরাও তৃণমূলে যোগ দেন। কিন্তু অভিযোগ, দলেরই কয়েকজন সন্দেহ করছেন তাঁরা বিজপিতে ঘেঁষেছেন। আর সেই কারণেই হামলা। ঘটনার পর থেকে থমথমে এলাকা। এলাকায় টহল দিচ্ছে পুলিস।

Tags:
.