তৃণমূলের দলীয় কার্যালয়ে বসেই বোমা বাঁধার অভিযোগ, পুলিসকে ঘিরে বিক্ষোভ নারায়ণগড়ে

অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে নারায়ণগড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বোমা ফাটার শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। 

Updated By: Aug 14, 2019, 09:24 AM IST
তৃণমূলের দলীয় কার্যালয়ে বসেই বোমা বাঁধার অভিযোগ, পুলিসকে ঘিরে বিক্ষোভ নারায়ণগড়ে

নিজস্ব প্রতিবেদন: ফের উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়। তৃণমূলের দলীয় কার্যালয়ে বসে বোমা বাঁধার অভিযোগ। প্রতিবাদে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে বিক্ষোভের মুখে পড়ে পুলিসও।

 

অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে নারায়ণগড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বোমা ফাটার শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা ঘরে থেকে বেরিয়ে এসে দেখেন, মুখে কালো কাপড় বাঁধা কয়েকজন যুবক দৌড়ে পালিয়ে যাচ্ছে। দলীয় কার্যালয়ের সামনে আসতেই তাঁদের চোখে পড়ে মাটিতে পড়ে রয়েছে বেশ কয়েকটি তাজা বোমা।

দুর্গাপুজোর ওপর জিজিয়া কর বসানোর চেষ্টা হচ্ছে, ফেসবুকে বিস্ফোরক অভিযোগ মমতার

গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূলের দলীয় কার্যালয়ে বসেই বোমা বাঁধছিল দুষ্কৃতীরা। বোমা ফেটে যাওয়ায় ভয়ে তারা পালিয়ে যায়। এরপর দলীয় কার্যালয়ের সামনেই একজোট হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগড় থানার পুলিস।

পুলিসকে ঘিরেও চলে বিক্ষোভ। এলাকায় নিরাপত্তাহীনতা ও দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ তুলে পুলিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

.