অটো এবং বাস কর্মীদের বিবাদ, ব্যস্ত সময়ে তুলকালাম আসানসোলের হটন রোড মোড়

অটো এবং বাস কর্মীদের বিবাদ। দিনেদুপুরে, ব্যস্ত সময়ে তুলকালাম আসানসোলের হটন রোড মোড় এলাকায়। আর এই বাসকর্মীদের অবরোধের জেরে দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। তীব্র যানজটের জেরে নাকাল হলেন প্রত্যেকে। প্রশ্ন হল, কেন হল এমন ঘটনা? মূলত যাত্রী তোলা নিয়ে ঝামেলায় জড়ায় অটো এবং বাসের কর্মীরা। তীব্র বচসা বেঁধে যায় দুপক্ষের মধ্যে।

Updated By: Apr 10, 2017, 03:13 PM IST
অটো এবং বাস কর্মীদের বিবাদ, ব্যস্ত সময়ে তুলকালাম আসানসোলের হটন রোড মোড়

ওয়েব ডেস্ক: অটো এবং বাস কর্মীদের বিবাদ। দিনেদুপুরে, ব্যস্ত সময়ে তুলকালাম আসানসোলের হটন রোড মোড় এলাকায়। আর এই বাসকর্মীদের অবরোধের জেরে দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। তীব্র যানজটের জেরে নাকাল হলেন প্রত্যেকে। প্রশ্ন হল, কেন হল এমন ঘটনা? মূলত যাত্রী তোলা নিয়ে ঝামেলায় জড়ায় অটো এবং বাসের কর্মীরা। তীব্র বচসা বেঁধে যায় দুপক্ষের মধ্যে।

আরও পড়ুন কোচবিহারে একাধিক জায়গায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ

এরপরই হঠাত্‍ করে হটন রোড মোড়ে অবরোধে বসেন বাসকর্মীরা। শহরের অন্যতম প্রধান এই রাস্তা এভাবে অবরুদ্ধ হয়ে পড়ায় দুর্ভোগ চরমে ওঠে। ঘটনাস্থলে যান আসানসোল দক্ষিণ থানা ও ট্রাফিক পুলিসের কর্তারা।

আরও পড়ুন  তৃণমূলের অঞ্চল যুব সভাপতিকে খুনের চেষ্টার অভিযোগ

.