কোয়ারেন্টিনে থাকা পরিযায়ী শ্রমিকদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ
শ্রমিকদের অভিযোগ, তাঁদের খুবই নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। এমনকি যে পরিমাণ খাবার দেওয়া হচ্ছে তা যথেষ্টও নয়।
নিজস্ব প্রতিবেদন: কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের নিম্মমানের খাওয়ার দেওয়ার অভিযোগ উঠল মালদার বামনগোলা ব্লক প্রশাসনের বিরুদ্ধে।
সূত্রের খবর, বামনগোলা ব্লক এলাকায় ২৬জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ভিন রাজ্য থেকে এই সব শ্রমিকেরা জেলায় ফিরলে চিকিৎসকদের পরামর্শে তাঁদের কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেন ব্লক প্রশাসন আধিকারিকরা।
সঙ্গমরত অবস্থায় মৃত্যু! চার কোটি বছর ধরে গাছের আঠায় আটকে থাকা মাছি উদ্ধার
শ্রমিকদের অভিযোগ, তাঁদের খুবই নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। এমনকি যে পরিমাণ খাবার দেওয়া হচ্ছে তা যথেষ্টও নয়।
বারবার বামন গোলা প্রশাসনের আধিকারিকদের জানিয়েও কোনও লাভ হয়নি। সংবাদমাধ্যমের সামনে শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন। ঘটনা নিয়ে বামনগোলা ব্লকের বিডিওকে প্রশ্ন করা হলে তিনি সংবাদমাধ্যমের সামনে কোন বিবৃতি দিতে চাননি।
মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল বলেন, জেলার বিভিন্ন জায়গায় কোয়ারেন্টিন সেন্টার খোলা হয়েছে। প্রত্যেককেই পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হচ্ছে। পাশাপাশি তাঁদের উন্নত পদ্ধতিতে চিকিত্সাও করা হচ্ছে। তবে কোথাও কেউ গাফিলতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। অভিযোগ খতিয়ে দেখারও আশ্বাস দিয়েছেন।