নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের জন্য একমাত্র নির্বাচন কমিশনকেই দায়ি করেছে মাদ্রাজ হাইকোর্ট। বাংলায় যেদিন সপ্তম দফা ভোট মিটল, সেদিন আক্রান্তের সংখ্যা পৌঁছল ১৬ হাজারের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে প্রাণ হারালেন ৬৮ জন। কলকাতায় ২৬ জন। সবমিলিয়ে মৃতের সংখ্যা ১১ হাজারের গণ্ডি পেরিয়ে গেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবারের রিপোর্ট, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে কোভিডের শিকার ১৫, ৯৯২। আপাত দৃষ্টিতে সংখ্যা গতকালের তুলনায় সামান্য কম। কিন্তু মনে রাখতে হবে, রবিবার যতজনের নমুনা পরীক্ষা করা হয়েছিল, তার থেকে এদিন কম টেস্ট হয়েছে। মৃত্যুর হারও উর্ধ্বমুখী। উত্তর থেকে দক্ষিণ, ২৮ ঘণ্টায় প্রাণহানি ঘটনাও ঘটেছে সর্বত্রই।


আরও পড়ুন: করোনা মোকাবিলায় বড় পদক্ষেপ, অক্সিজেন প্লান্ট তৈরি করতে চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের


পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক বীরভূমে। একদিনে সেখানে আক্রান্তের সংখ্যা ৭০৬। এদিকে আবার করোনা আবহেও ভ্রমণের উৎসাহ কমেনি পর্যটকদের। ফলে করোনা ছড়াচ্ছে দার্জিলিং-এও। এদিন কলকাতায় ফিরেই নবান্নে করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সূত্রের খবর, আপতকালীন পরিস্থিতিতে বাংলায় ৯৬টি অক্সিজেন প্লান্ট তৈরির অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে নবান্ন।


আরও পড়ুন: WB Assembly Election 2021: PPE কিট পরেই কি গণনা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের