এবার খোদ বিধায়কের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা
এসবিআই-এর একটি শাখায় রয়েছে বনশ্রী দেবীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্ট থেকেই টাকা গায়েব হয়েছে বলে গতকাল টের পান বনশ্রীদেবী। শুক্রবার সকালে তিনি ব্যাঙ্কে গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ জানিয়েছেন পুলিসেও।
ওয়েব ডেস্ক: এবার খোদ বিধায়ক অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা। পূর্ব মেদিনীপুরের দক্ষিণ কাঁথির বিধায়ক বনশ্রী মাইতির অভিযোগ, তাঁর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে প্রায় ৩.৫ লক্ষ টাকা।
এসবিআই-এর একটি শাখায় রয়েছে বনশ্রী দেবীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্ট থেকেই টাকা গায়েব হয়েছে বলে গতকাল টের পান বনশ্রীদেবী। শুক্রবার সকালে তিনি ব্যাঙ্কে গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ জানিয়েছেন পুলিসেও। কী ভাবে টাকা গায়েব হল তদন্তে নেমেছে পুলিস।
অ্যাম্বুল্যান্সকাণ্ডে এবার গ্রেফতার ICU-র টেকনিসিয়ান
বলে রাখি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে জালিয়াতি রুখতে বার বার গ্রাহকদের সতর্ক করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করতে বার বার নিষেধ করে তারা। এক্ষেত্রে তেমন কিছু ঘটেছে কি না তাও খতিয়ে দেখছে ব্যাঙ্ক।