শঙ্খ ধ্বনিতে রীতি-আচার মেনে বিউলি ডালের বড়ির বিয়ে!

পিঁড়ির ওপর দুটি বড় বড়ি রাখা হয় পাত্র পাত্রী হিসেবে।

Updated By: Nov 23, 2018, 06:42 PM IST
শঙ্খ ধ্বনিতে রীতি-আচার মেনে বিউলি ডালের বড়ির বিয়ে!

নিজস্ব প্রতিবেদন : ছাদনাতলায় উপস্থিত বর বউ। হাজির দুপক্ষের লোকজনও। শাখ বাজিয়ে রীতি মেনে বিয়ে। তবে পাত্র পাত্রী এখানে মানুষ নন, বিউলির ডালের বড়ি। পূর্ব পুরুষের প্রথা মেনে আজও এই বিয়ে হয়ে আসছে মহিষাদলের বেশ কয়েকটি বাড়িতে।

আরও পড়ুন, জুতো লুকানো নিয়ে ধুন্ধুমার, ইটের আঘাতে মৃত্যু প্রৌঢ়ের

বাটা হচ্ছে বিউলির ডাল। তৈরি বড় বড় দুটি বড়ি। এই বড়ি দুটিই হল বর ও বউ। সঙ্গের ছোট বড়িগুলো হল বর ও কনেপক্ষের লোকজন। শাঁখ বাজিয়ে ফি বছর এভাবেই বিয়ে হয় বিউলির ডালের বড়ির।

আরও পড়ুন, পানাপুকুরের ঝিনুকের মধ্যেই মিলল 'ভগবান'!

সকাল থেকেই শুরু হয়ে যায় লক্ষ্মী পুজো। বাড়ির উঠোনে শিলে বাটা হয় বিউলির ডাল। পিঁড়ির ওপর দুটি বড় বড়ি রাখা হয় পাত্র পাত্রী হিসেবে। সঙ্গে ছোট ছোট বড়ি রাখা হয় বর-কনে পক্ষের লোক হিসেবে। প্রদীপ জ্বালিয়ে শাঁখ বাজিয়ে রীতি মেনে হয় বিয়ের অনুষ্ঠান।

আরও পড়ুন,রাতের শহরে মহিলার মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি, সঙ্গীকে মার

বনেদিয়ানায় ছেদ পড়েছে হয়তো। হয়তো সময়ের জাঁতাকলে হারিয়ে গিয়েছে অনেককিছুই। তবুও মহিষাদল ব্লকের তেরপেখ্যা গ্রামে এখনও মেনে চলা হয় পূর্ব পুরুষের রীতি।

.