নিজস্ব প্রতিবেদন: রাজ্যের বিভিন্ন জেলায় বেড়েই চলেছে অজানা জ্বর-সর্দি-কাশিতে আক্রকান্ত শিশুর সংখ্য়া। জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি ওইসব উপসর্গ নিয়ে বর্তি রেয়েছে ৮৮ শিশু। বুধবার কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু হল ২ শিশুর। এনিয়ে জলপাইগুড়িতে ওই জ্বরে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৪। ফলে চাঞ্চল্য ছড়াল জেলায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-কংগ্রেস: BJP "Fake Hindu", বিস্ফোরক দাবি রাহুল গান্ধীর  


বুধবার সকালে জ্বর নিয়ে জেলা সদর হাসপাতালে ভর্তির কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় ময়নাগুড়ির বাসিন্দা কৃপায়ন রায় নামে সাড়ে তিন মাসের এক শিশুর। পাশাপাশি, শিশু বিভাগে ময়নাগুড়ির রাজার হাটের বাসিন্দা মমতা বেগমের সদ্যোজাত আরও এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।


উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত ওএসডি ডাঃ সুশান্ত রায় জানান, মনতা বেগমের সদ্যজাত এই শিশুটি গতকাল রাতে ভর্তি হয়েছিল। বাচ্চাটি প্রি-ম্যাচিওর ছিল। হাসপাতালে ভর্তির কয়েক ঘন্টার মধ্যেই শিশুটির মৃত্যু হয়।


আরও পড়ুন-Jalpaiguri: ৪৮ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু জলপাইগুড়িতে!


উল্লেখ্য, মঙ্লবার পর্যন্ত জলপাইগুড়ি সদর হাসপাতালে মৃত্যু হয় ২ শিশুর। মারা যায় কুচিলিবাড়ির বাসিন্দা কাবেরী রায়(৬) নামে এক শিশু। অন্যদিকে, সোমবার বিকেল কৃপায়ন রায় নামে ৩ মাসের এক শিশুর মৃত্যু হয়। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)