পাঁচ টাকার কাজ করালে এক টাকা দিতে হয়, এবার কাটমানির কথা স্বীকার অনুব্রতর

রবিবার বীরভূমের খয়রাশোলে ছিল তৃণমূলের বুথ কর্মীসভা। সেই সভাতেও উঠল কাটমানি প্রসঙ্গ

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Sep 13, 2020, 09:50 PM IST
পাঁচ টাকার কাজ করালে এক টাকা দিতে হয়, এবার কাটমানির কথা স্বীকার অনুব্রতর
ছবি-নিজস্ব

নিজস্ব প্রতিবেদন: জেলার বিভিন্ন বুথ কর্মীসভায় উঠছে একাধিক অভিযোগ। কোথাও কাজ হয়নি তো কোথাও কাজ করতে দেওয়া হচ্ছে না। এমনকি কাটমানি লেনদেনও  কথা উঠছে বিভিন্ন সভায়। এবার কাটমানি লেনদের কথা স্বীকার করে নিলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

আরও পড়ুন-''আশা করি ন্যায়বিচার পাব'', রাজ্যপালের সঙ্গে দেখা করার পর বললেন কঙ্গনা

রবিবার বীরভূমের খয়রাশোলে ছিল তৃণমূলের বুথ কর্মীসভা। সেই সভাতেও উঠল কাটমানি প্রসঙ্গ। সরকারি কাজের সুফল অনেকসময় সাধারণ মানুষ পাচ্ছে না। এমন অভিযোগ উঠতেই সরব হলেন অনুব্রত। তিনি বলেন, সাধারণ মানুষের চাওয়া পাওয়া নিয়ে মুখ খুলিও না। খয়রাসোলে পাঁচ টাকার কাজ করালে ঠিকাদারকে এক টাকা দিতে হয়। সাধারণ মানুষ কিছু পায় না এটা বলা ভুল। মুষ্টিমেয় মানুষ পায়।

আরও পড়ুন-পুজোর মরসুমেই লক্ষ্মীলাভ! করোনা আবহে পর্যটনের হাল ফেরাতে কোমর বাঁধছে রাজ্য

এদিনের বুথ কর্মীসভায় এলাকায় লোকসভা ভোটের ফলাফল খারাপ হওয়া নিয়ে আলোচনা হয়। অনেকে অভিযোগ করেন, ব্লক সভাপতিকে অনেক বিষয়ে জানিয়েও কোনও কাজ হচ্ছে না। অনেক কর্মীকে কাজ করতে দেওয়া হচ্ছে না। এইসব কারণেই ফল খারাপ হয়েছে বলে উল্লেখ করেন কর্মীরা।

.