নিজস্ব প্রতিবেদন : "ভোট শান্তিপূর্ণ। বীরভূম সহ গোটা রাজ্যেই শান্তিপূর্ণ ভোট হচ্ছে।" ভোট (Municipal Election 2022) দিয়ে বললেন বীরভূমের (Birbhum) তৃণমূল (TMC) জেলা সভাপতি অনুব্রত মন্ডল (Anubrata Mandal)। একইসঙ্গে 'হুমকি'র সুরে তাঁর প্রচ্ছন্ন হুঁশিয়ারি, "বিকেল ৫টার পর হকি খেলা হবে।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন অসুস্থ শরীরেই ভোট দিতে যান অনুব্রত মন্ডল (Anubrata Mandal)। বোলপুর পুরসভার (Bolpur Municipality) ২২ নম্বর ওয়ার্ডের ভোটার বীরভূমের তৃণমূল (TMC) জেলা সভাপতি। বেলা একটু গড়াতেই বাইক সওয়ারি হয়ে ভোট দিতে যান 'কেষ্ট'দা। ভোট দিয়ে অনুব্রত মন্ডল জানান, তাঁর শরীর আগের থেকে অনেকটা ভালো আছে। একইসঙ্গে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। গোটা রাজ্যের সঙ্গে বীরভূমেও শান্তিপূর্ণ ভোট হচ্ছে। মানুষকে নিজের ভোট নিজে দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি, খারিজ করে দেন, তৃণমূলের গুন্ডা দিয়ে ভোট (Municipal Election 2022) করানোর অভিযোগ। অভিযোগের স্বপক্ষে প্রমাণ দাবি করেন তিনি। পাশাপাশি, বিভিন্ন জায়গায় নকুলদানা, গুড়-বাতাসা বিলি প্রসঙ্গে অনুব্রত মন্ডল বলেন, "সেটা উৎসব করছে।"


তবে এরপরই তাঁর সংযোজন, "বিকেলে হকি খেলা হবে। ৫টার পর হকি খেলা হবে।" পুরভোটের (Municipal Election 2022) দিন বীরভূমের (Birbhum) তৃণমূল (TMC) জেলা সভাপতির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। প্রসঙ্গত, এদিন পুরভোট নিয়ে বিরোধীদের আনা সব অভিযোগই খন্ডন করেন অনুব্রত মন্ডল (Anubrata Mandal)। স্ট্রেট ব্যাটে ছক্কা হাঁকিয়ে তিনি বলেন, "বিজেপি (BJP) কোথায় প্রার্থী দিয়েছে দেখতে হবে। বাজে কথা বলছে অর্জুন সিং। শিশির অধিকারীর বয়স হয়ে গিয়েছে। আর দিলীপ ঘোষ ঘরে বসে রাজনীতি করে, সংগঠন নেই।" দাবি করেন, "১০৮টাই জিতব। মা-মানুষের উন্নয়নের কল্যাণে জিতব।"


উল্লেখ্য, অসুস্থতার কারণে ২৫ ফেব্রুয়ারি কলকাতার নিজাম প্যালেসে সিবিআই (CBI) দফতরে গরুপাচারকাণ্ডে ( Cow smuggling case ) হাজিরা এড়ান অনুব্রত মন্ডল (Anubrata Mandal)।  বোলপুর বা আশপাশের কোনও জায়গায় অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করার জন্য আর্জি জানিয়েছেন তাঁর আইনজীবী।


আরও পড়ুন, Arjun Singh Slaps: মেজাজ হারিয়ে 'চড়' অর্জুনের, পুরভোটে ধুন্ধুমার ভাটপাড়ায়


BJP Candidate Crying: 'ভোট দিতে দিচ্ছে না', বুথের বাইরে হাউ হাউ করে কান্না বিজেপি প্রার্থীর


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)