নিজস্ব প্রতিবেদন: রাজ্যের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী জিএসটি-প্রশ্নে চিঠি দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিঠিতে  Union finance minister Nirmala Sitharaman-কে বিভিন্ন ইস্যুতে নিজের  ক্ষোভের কথা ব্যক্ত করেন Amit Mitra। 


আরও পড়ুন: বিশ্বভারতীতে অধ্যাপকদের 'কুকথা', উপাচার্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের


চিঠিতে সংশ্লিষ্ট Ministerial Group-এর গঠন ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন অমিত। সপ্তাহখানেক আগে আট সদস্যের একটি প্যানেল তৈরি করা হয়েছিল। যার পোশাকি নাম-- Group of Ministers (GoM)। অমিত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে সরাসরি জানতে চান, যাঁরা প্রথম থেকেই করোনা সরঞ্জামের উপর জিএসটি মকুবের জন্য গলা ফাটিয়ে আসছেন তাঁদের প্রায় কাউকেই GoM-য়ে অন্তর্ভুক্ত করা হয়নি দেখে তিনি যারপরনাই বিস্মিত! তিনি তা-ও আশা প্রকাশ করেছেন এই বলে যে, আগামী দিনে হয়তো GoM অতিমারী পরিস্থিতিতে ন্যূনতম সংবেদনশীলতার পরিচয়টুকু দেবে।



নির্মলা সীতারামন  (Nirmala Sitharaman) ২৯ মে পরোক্ষ কর নির্ধারণ বিষয়ে যে কমিটি  গঠন করা হয়েছিল তার প্রধান নির্বাচিত হয়েছিলেন। তখনই পাশাপাশি এই আট সদস্যের প্যানেলও ঘোষিত হয়েছিল। এই  GoM-য়ে রাখা হয়েছে যথাক্রমে মেঘালয়ের মুখ্যমন্ত্রী Conrad K Sangma, গুজরাটের উপমুখ্যমন্ত্রী Nitinbhai Patel, মহারাষ্ট্রের  উপমুখ্যমন্ত্রী  Ajit Pawar, গোয়া পরিবহণ মন্ত্রী Mauvin Godinho, কেরলের অর্থমন্ত্রী  KN Balagopal প্রমুখকে। ৮ জুন বা তার আগে এই কমিটির তরফ থেকে জিএসটি সংক্রান্ত সুপারিশগুলি জমা দেওয়ার কথা ছিল। 


অমিতের অভিযোগ, কিন্তু Union finance ministry এ বিষয়ে কোনও ই-মেলেরই উত্তর দেননি!


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 


আরও পড়ুন: মোদী সরকারের বিরুদ্ধে 'জৈব অস্ত্র' প্রয়োগের অভিযোগ এনে 'দেশদ্রোহী' তকমা জোটালেন Aisha Sultana