ভোট পরবর্তী হিংসা আরামবাগে, বদলি করা হল এসডিপিও-কে

প্রশাসনের তরফে একে রুটিন বদলি বলেই দাবি করা হয়েছে।

Updated By: Jun 10, 2019, 08:30 PM IST
ভোট পরবর্তী হিংসা আরামবাগে, বদলি করা হল এসডিপিও-কে

নিজস্ব প্রতিবেদন : বদলি করে দেওয়া হল আরামবাগের এসডিপিওকে। কৃশানু রায়কে আরামবাগের এসডিপিও পদ থেকে সরিয়ে তাঁকে সিআইএফ-এর ডেপুটি পুলিস সুপার  করা হয়েছে। অন্যদিকে, বর্তমানে সিআইএফ-এর ডেপুটি পুলিস সুপার পদে আসীন সুকমল কান্তি দাসকে আরামবাগের এসডিপিও পদে নিযুক্ত করা হল।

প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত আরামবাগ। তৃণমূলের পার্টি অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের কর্মীসমর্থকদের অভিযোগ সোমবার সকালে পার্টি অফিসের দরজা-জানালা, টিভি, চেয়ার-টেবিল সহ অন্যান্য আসবাব পত্র ভেঙ্গে ফেলা হয়। পাশাপাশি দলীয় পতাকা, কাগজ পত্র ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ।

আরও পড়ুন, পুলিস যখন তার কথা শোনে না, মমতার অবিলম্বে পদত্যাগ করা উচিত, বললেন মুকুল

পাশাপাশি, আরামবাগের হরিণখোলায় এক তৃণমূল কর্মী খুনের ঘটনাও ঘটেছে। এসডিপিও বদলির পিছনে এই ঘটনাগুলি রয়েছে বলে মনে করছে ওয়াকিবহল মহল। যদিও প্রশাসনের তরফে একে রুটিন বদলি বলেই দাবি করা হয়েছে।

.