বিজেপির বনধ `নিরামিষ`, `নন-ভেজিটেরিয়ান` TMC-র বিরুদ্ধে দরকার `জঙ্গি` আন্দোলন, বিস্ফোরক Arjun
`আন্দোলন করলে পুলিস যদি মারে, তাহলে তাদেরও মার খেতে হবে।`
নিজস্ব প্রতিবেদন : "ভেজিটেরিয়ান আন্দোলন মানুষ বিশ্বাস করে না। বিজেপির আন্দোলন হচ্ছে ভেজিটেরিয়ান আন্দোলন। নন-ভেজিটেরিয়ান তৃণমূলের (TMC) বিরুদ্ধে আন্দোলন করতে গেলে জঙ্গি আন্দোলন করতে হবে। শুধু তৃণমূল কেন, পুলিস যদি মারে, পুলিসকেও উল্টে মার দিতে হবে। কারণ আন্দোলন করলে পুলিস যদি মারে, তাহলে তাদেরও মার খেতে হবে।" বিস্ফোরক বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। একদিকে বিজেপির বনধের 'সমালোচনা' করলেন, পাশাপাশি আবার 'হুমকি' দিলেন শাসকদল তৃণমূলকেও। পাশাপাশি, আনিস খানের খুনের প্রসঙ্গ টেনে অর্জুন সিং আরও বললেন, "যারা ওখানে আন্দোলন করছে, তাদের আমি স্যালুট জানাই। এই ধরনের আন্দোলন বাংলায় দরকার। বিজেপিতেও দরকার আছে।"
প্রসঙ্গত, রবিবার পুরভোট ঘিরে ধুন্ধুমার বাঁধে ভাটপাড়ায়। সকাল থেকেই পুরভোট (Municipal Election 2022) ঘিরে অশান্তি ছড়ায় ভাটপাড়ায় (Bhatpara)। ব্যারাকপুরের 'বেতাজ বাদশা' অর্জুন সিং (Arjun Singh) অভিযোগ করেন যে, তিনি ভোট দিতে পারেননি। ভাটপাড়া পুরসভার (Bhatpara Municipality) ১৭ নম্বর ওয়ার্ড, নিজের ওয়ার্ডেই, ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেন বিজেপি (BJP) সাংসদ। এরপর বেলা গড়াতে ফের ভোট ময়দানে নামতে দেখা যায় অর্জুন সিংকে। 'বহিরাগতরা বুথ দখল করার চেষ্টা করছে', এই খবর পেয়েই ফের ময়দানে নামেন বিজেপি সাংসদ অর্জুন সিং। অভিযোগ, সেইসময়ই মেজাজ হারিয়ে 'চড়' কষাতে দেখা যায় অর্জুন সিংকে।
এলাকায় উত্তেজনা থাকায় পুলিস অর্জুন সিংকে (Arjun Singh) ঘটনাস্থল থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকে। ওদিকে অর্জুন সিংয়ের গাড়ি দেখামাত্রই রাস্তার উপরে বিক্ষোভ দেখাতে শুরু করে অপরপক্ষ। পুলিস দু-পক্ষকেই আটকানোর চেষ্টা করতে থাকে। অভিযোগ, বিক্ষোভকারীদের রীতিমতো তেড়ে আসতে দেখা যায় অর্জুন সিংয়ের দিকে। পুলিস ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করতে থাকে। তারমধ্যেই শুরু হয়ে যায় অর্জুন সিংকে উদ্দেশ করে ইট ছোঁড়া। সেইসময়ই এক বিক্ষোভকারীর উদ্দেশে 'চড়' কষাতে দেখা যায় বিজেপি সাংসদকে। পুলিসের সঙ্গেও বচসা বাঁধে তার।