আসানসোলে যুবক খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার

আসানসোলের চিনাকুড়িতে যুবক খুনের ঘটনায় ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিস। মনে করা হচ্ছে খুনে এই আগ্নেয়াস্ত্রগুলিই ব্যবহার করা হয়েছিল। এই খুনের ঘটনায় নিয়ামতপুর থানার পুলিস আগেই ৫ জনকে গ্রেফতার করে। তাদের জেরা করেই আগ্নেয়াস্ত্রগুলির খোঁজ মেলে।

Updated By: Jul 6, 2017, 10:46 PM IST
আসানসোলে যুবক খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার

ওয়েব ডেস্ক: আসানসোলের চিনাকুড়িতে যুবক খুনের ঘটনায় ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিস। মনে করা হচ্ছে খুনে এই আগ্নেয়াস্ত্রগুলিই ব্যবহার করা হয়েছিল। এই খুনের ঘটনায় নিয়ামতপুর থানার পুলিস আগেই ৫ জনকে গ্রেফতার করে। তাদের জেরা করেই আগ্নেয়াস্ত্রগুলির খোঁজ মেলে।

এদিকে, ব্যবসায়ীদের গাড়ি আটকে লুঠের ঘটনার কিনারা। ৫ দুষ্কৃতীকে বমাল গ্রেফতার করল পুলিস। উদ্ধার হয়েছে হাতুড়ি, ধারালো অস্ত্র সহ ১৪ লক্ষ ১০ হাজার টাকা। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর, চণ্ডীপুর সহ একাধিক জায়গা থেকে দুষ্কৃতীদের পাকড়াও করে পুলিস। ৪১ নং জাতীয় সড়কের ওপর থাকা CCTV ফুটেজ খতিয়ে দেখে একটি গাড়িকে ধাওয়া করেন তদন্তকারীরা। সেই গাড়িটিকে আটক করে ৫ দুষ্কৃতীর নাগাল মেলে। (আরও পড়ুন- হেলমেট বিহীন বাইক আরোহীদের বিরুদ্ধে পুলিসি অভিযান নিয়ে উত্তজনা বাঁকুড়ায়)

.