‘দলনেত্রীর বিরুদ্ধে কুৎসা করলে হাত ভেঙে দেব’, অনুব্রতর কায়দায় হুমকি অরূপ রায়ের
প্রকাশ্য জনসভায় বিরোধীদের হুমকি সমবায় মন্ত্রীর
নিজস্ব প্রতিবেদন: অনুব্রত মণ্ডলের কায়দায় এবার প্রকাশ্য জনসভায় বিরোধীদের হুমকি দিলেন সমবায় মন্ত্রী অরূপ রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করলে বিরোধীদের হাত ভেঙে দেওয়ার হুমকি দিলেন অরূপবাবু।
রবিবার হাওড়ার এক জনসভায় সমবায় মন্ত্রী বলেন, ‘সবাই যে যার মতো রাজনীতি করবে। এতে আমাদের কোনও আপত্তি নেই। কেউ সিপিএম করবে, কেউ কংগ্রেস করবে, যে কেউ যে কোনও পার্টি করতে পারে। কিন্তু আমাদের নেতাকে কেউ গালাগালি করলে, কেউ একটাও কড়া কথা বললে আমরা তাঁর হাত ভেঙে দেব।’
এদিকে, আজ ফের হুমকি দিয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মাদ্রাসা শিক্ষকদের এক সভায় আজ অনুব্রত মণ্ডল বলেন, ‘স্কুল করছেন স্কুল করুন। আমার কাছে খবর আছে অনেকে স্কুলে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করছেন। সহ্য করব না কিন্তু। ভালো হবে না।’
অনুব্রত মণ্ডল এদিন শিক্ষকদের সাফ জানিয়ে দেন, ‘তৃণমূল করতে বলিনি। স্কুলে আসবেন। ক্লাস করবেন। বাড়ি চলে যাবেন। কুৎসা করবেন না। তৃণমূলের কাজকর্ম ভালো না লাগলে চুপ করে থাকুন। কুৎসা করবেন না।’
আরও পড়ুন- মেয়েটি প্রাপ্তবয়স্ক হলে অভিযোগ বিশ্বাস করতাম, মন্তব্য বিড়লা কাণ্ডে অভিযুক্ত অভিষেকের বাবার