স্মার্ট সিটিতে আসানসোল, কেন্দ্রের অনুদান না পেয়ে ফিরহাদকে চিঠি 'বেসুরো' জিতেন্দ্রর
ফিরহাদ হাকিমকে চিঠিতে এমনই অভিযোগ জানালেন আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি।
নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের বেসুরো তালিকায় এবার আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে বিস্ফোরক চিঠি পাঠিয়েছিন জিতেন্দ্র। সোমবার চিঠিতে ক্ষোভ উগরে দিয়েছেন আসানসোলের পুর প্রশাসক।
পুরমন্ত্রীকে আসানসোলের পুরপ্রশাসক লিখেছেন, রাজ্যের সিদ্ধান্তেই কেন্দ্রীয় অনুদান থেকে বঞ্চিত হয়েছে আসানসোল। মেলেনি স্মার্ট সিটি প্রকল্পের জন্য বরাদ্দ দু-হাজার কোটি টাকা।উন্নয়নের জন্য প্রয়োজনীয় টাকা দেবে রাজ্য সরকার, রাজ্যের দেওয়া সেই প্রতিশ্রুতিও বাস্তবায়িত হয়নি। রানিগঞ্জ গার্লস কলেজ ও রানিগঞ্জ টিডিবি কলেজ এর গভর্নিং বডি থেকেও ইস্তফা দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি।
জিতেন্দ্রর চিঠি নিয়ে তুঙ্গে তরজা। ঘটনায় বাবুল সুপ্রিয়র প্রতিক্রিয়া, 'সাহসের পরিচয় দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। আগেও এবিষয়ে একাধিকবার ফিরহাদ হাকিমকে চিঠি লিখেছি। কাজের কাজ কিছু হয়নি।' পাশাপাশি ঘটনায় তিনি জানিয়েছেন, মন্ত্রীকে লেখা গোপন চিঠি কীভাবে প্রকাশ্যে এল তা নিয়েই অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় কোনও মন্তব্য করতে চাননি জিতেন্দ্র তিওয়ারি।
এ বিষয়ে ফিরহাদের মন্তব্য, স্মার্ট সিটির প্রকল্প কেন্দ্রীয় সরকারে পুরোটাই ভাওতা। এ ক্ষেত্রে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার দেবে ৫০ শতাংশ। ওটা প্রোপাগান্ডা মাত্র। পুরসভাকেই উদ্যোগ নিতে হয়। এ ক্ষেত্রে উনি কতটা উদ্যোগ নিয়েছেন তা আমার জানা নেই। তবে আমরা কোনওদিনই উন্নয়নের সঙ্গে রাজনীতি মেশাইনি।