Asansol: দেবত্র জমি দখলের চেষ্টা, দিনেদুপুরে আসানসোলে শুটআউট
হাতে বন্দুক নিয়ে ছুটছে যুবক। স্থানীয় মহিলাদের দিকে তাক করে গুলি চালায়। যদিও প্রাণে বেঁচে যায় দুই মহিলা।
বাসুদেব চ্যাটার্জি: আসানসোলের জমি মাফিয়ার দৌরাত্ম্যের ভিডিয়ো ভাইরাল। হাতে বন্দুক নিয়ে ছুটছে যুবক। কখনও আবার বন্দুক কোমরের পিছনে গুঁজে নিচ্ছে। শুধু তাই নয়...গুলিও চালিয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। মঙ্গলবার বিকেলের ঘটে যাওয়া ঘটনায় এখনও থমথমে উত্তর আসানসোলের চক কেশবগঞ্জ এলাকা।
ঘটনার সূত্রপাত দেবত্র জমি দখলকে কেন্দ্র করে। উত্তর আসানসোলের চক কেশবগঞ্জ এলাকায় দেবত্র সম্পত্তি দখলের অভিযোগ ওঠে জমি মাফিয়াদের বিরুদ্ধে। সেই খবর পেয়ে মঙ্গলবার বিকেলে জমি মাফিয়াদের কাজ আটকাতে যায় গ্রামবাসীরা। কিন্তু অভিযোগ সেই সময় স্থানীয় এক যুবক মহিলাদের দিকে তাক করে গুলি চালায়। যদিও প্রাণে বেঁচে যায় দুই মহিলা। তবে এলাকায় উত্তেজনা তৈরি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল উত্তর থানার পুলিস। কাজ বন্ধ করে দেয় পুলিস। এলাকায় পৌঁছন আসানসোলের ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রিনা মুখার্জিও। তিনি স্পষ্ট বলেন, এলাকায় জমি মাফিয়ারা যথেষ্ট সক্রিয়। বেশ কিছু যুবক এই মাফিয়াদের সঙ্গে যুক্ত। গুলিও চালিয়েছে গ্রামের এক যুবক। এ জিনিস বরদাস্ত করা যাবে না। প্রশাসনকে জানানো হয়েছে। শাস্তি পাবে ওই যুবক।
আরও বলেন, জমির মালিক যদি সঠিক কাগজ পত্র দেখান, তাহলে তাঁর জমি তাঁরই থাকবে। চাষিদের অধিকারও দিতে হবে। প্রসঙ্গত, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
Malbazar: বিশাল আকারের মাছ দেখতে ভিড় জমল বাজারে, কিনলেনও অনেকে