শিলিগুড়িতে অটো চালকদের দৌরাত্ম্য
ওয়েব ডেস্ক : শিলিগুড়িতে চলছে অটো চালকদের শাসন। যেখানে খুশি নামাবেন। যেমন খুশি ভাড়া চাইবেন। প্রতিবাদ করলেই একজোট হয়ে যাত্রীকে মার। বাইরে থেকে যদি শিলিগুড়িতে যান, তবে খুব সাবধান। পারলে অটো এড়িয়ে চলুন। আর যদি একান্তই অটোয় চড়তে এমন পরিণতির জন্য তৈরি থাকুন।
সিটি প্লাজায় যাওয়ার জন্য অটোয় চড়েন বহিরাগত যাত্রী। অটোচালক তাঁকে নিয়ে গেলেন কসমস মলে। প্রতিবাদ করায় জুটল হেনস্থা। একযাত্রীর বিরুদ্ধে একজোট অটো চালকদের ইউনিয়ন। শিলিগুড়ির কোর্টমোড়ে প্রায়ই একই কাণ্ড। বিধান মার্কেট বলে, কলকাতার এক যাত্রীকে ওখানেই নামিয়ে দিয়ে যান চালক।
টোটোর সঙ্গে প্রতিযোগিতাতেই দিশাহারা হয়ে পড়েছেন অটোচালকরা। ধৈর্য্য হারাচ্ছেন তাঁরা। বলছে ইউনিয়ন। সমস্যা যে একটা আছে তা মানছে খোদ অটো ইউনিয়নই। তবে তা সমাধানের কোনও উদ্যোগ কোন পক্ষেই নেই। অটোচালকরা একইরকম উদ্ধত। একইভাবে হেনস্থার শিকার হচ্ছে যাত্রীরা।
আরও পড়ুন- বাসন্তীর সোনাখালি গ্রামে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন