দত্তপুকুরে বাবুল সুপ্রিয়র গাড়িতে হামলার অভিযোগ

রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে।

Updated By: May 12, 2019, 10:43 PM IST
দত্তপুকুরে বাবুল সুপ্রিয়র গাড়িতে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে।

আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র দাবি, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই তাঁর গাড়িতে ভাঙচুর চালিয়েছে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আরও পড়ুন: নিউটাউনে বাইক থেকে উদ্ধার প্রায় ৬ লক্ষ টাকা

বাবুল সুপ্রিয় যে কেন্দ্রের প্রার্থী, সেই কেন্দ্রে নির্বাচন আগেই শেষ হয়েছে। তার পর থেকে বাবুলকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করছেন। রবিবার তিনি গিয়েছিলেন উত্তর ২৪ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রে।

ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী সায়ন্তন বসু। তাঁর হয়ে প্রচার করতেই বাবুল সেখানে যান। সেখান থেকে ফেরার পথেই দত্তপুকুরে তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: মাতৃ দিবসে ছেলের অত্যাচারের বিরুদ্ধে থানায় বৃদ্ধা মা

বাবুলের দাবি, তাঁরা একটি দোকানে চা খাচ্ছিলেন। সেই সময় তাঁদের উপর উপর হামলা হয়।

হামলার মুখে পড়েন তাঁর নিরাপত্তারক্ষীরা। নিরাপত্তারক্ষীদের গাড়িতে ভাঙচুর করা হয়। এর পিছনে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলে অভিযোগ করেছেন বাবুল সুপ্রিয়। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

.