বিধান সরকার: নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ! সেই ঘটনায় তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর। ঘটনাস্থলে বলাগড়ের বিধায়ক। ওদিকে অভিযুক্ত পলাতক। বলাগড়ের শেরপুর এলাকায় বড়দিনের দিন ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, প্রতিবেশীর বাড়িতে টিভি দেখছিল ওই কিশোরী। সেইসময় শেরপুর উত্তরপাড়ার বাসিন্দা অভিযুক্ত দেবাশিষ বিশ্বাস নাবালিকার হাত ধরে টেনে নিয়ে গিয়ে একটি নির্মীয়মান ঘরে যৌন নিগ্রহ করে। এঘটনা দেখে ফেলেন এক প্রতিবেশী যুবক। ওই নাবালিকাকে অভিযুক্ত দেবাশিষ বিশ্বাসের হাত থেকে বাঁচাতে চেষ্টা করেন তিনি। তখন ঘটনার কথা কাউকে জানালে ফল ভালো হবে না বলে হুমকি দেয় অভিযুক্ত।


এরপর গতকাল বিষয়টি জানাজানি হতেই অভিযুক্তর বাড়িতে চড়াও হয় নাবালিকার পাড়ার লোক। ভাঙচুর করা হয় দুটি বাড়িতে। ওদিকে ঘটনার পর থেকেই পতালক রয়েছে অভিযুক্ত। এই ঘটনায় ঘটনাস্থলে আসেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তিনি অপরাধীকে দ্রুত গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করার কথা বলেন। তৃণমূল বিধায়ক বলেন, দুষ্কৃতীরা কোনও দলের নাম ভাঙায়। এরা মানুষকে ভয় দেখাতে দলের নাম ভাঙায়।


ওদিকে অভিযুক্তের বাবা আনন্দ বিশ্বাস বলেন,আগে কংগ্রেস করতাম পরে ১৯৯৮ সাল থেকে তৃণমূল করি। দলের সব কর্মসূচিতে থাকি। ওরা বলছে, ছেলে অপরাধ করেছে। কী হয়েছে জানি না। তবে স্থানীয় তৃনমূল নেতৃত্বের আমার উপর আক্রোশ অনেক দিনের।দেবাশিষ রাজমিস্ত্রির কাজ করত, মুম্বইয়ে থাকত। এখন মুরগির গাড়িতে কাজ করে। ওর বিয়ে ঠিক হয়েছে মাঘ মাসে।


আরও পড়ুন, Kultuli Death: মাছ চুরি রুখতে দেওয়া হয়েছিল বিদ্যুতবাহী তারের বেড়া, ভয়ংকর পরিণতি হল বৃদ্ধের



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)