ব্যর্থ ডাকাতির চেষ্টা, পুলিসের গাড়ির শব্দে চম্পট দিল দুষ্কৃতীরা

Updated By: Nov 3, 2017, 11:51 AM IST
ব্যর্থ ডাকাতির চেষ্টা, পুলিসের গাড়ির শব্দে চম্পট দিল দুষ্কৃতীরা

নিজস্ব প্রতিবেদন : ব্যর্থ হল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে দুষ্কৃতীদের ডাকাতির চেষ্টা। আসানসোলের কুলটির মিঠানি গ্রামের ঘটনা।

বৃহস্পতিবার গভীর রাতে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পর পর দুটি জায়গার দেওয়াল কেটে ফেলে দুষ্কৃতীরা। দেওয়াল কেটে সোজা ব্যাঙ্কের ভিতরে ঢুকে পড়ে তারা। এরপর সংযোগ কেটে দেওয়া হয় সিসিটিভির। কিন্তু, ব্যাঙ্কের ক্যাশভল্টের দিকে এগোতেই আসে বাধা।

আরও পড়ুন : নিজের গোপনাঙ্গ উন্মুক্ত করে যৌন হেনস্থাকারীকে শিক্ষা দিলেন মহিলা, ভাইরাল ভিডিও

ভল্ট ভাঙতে যাওয়ার সময়ই টহলরত পুলিসের গাড়ির শব্দ শুনতে পায় দুষ্কৃতীরা। এরপরই সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীদের ওই দলটি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যদিও, ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, দুষ্কৃতীরা হানাদারি চালালেও, নগদ টাকা খোয়া যায়নি।

.