Bankura: মাইক বাজানোর প্রতিবাদ করায় মার, বাদ গেল না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও

প্রশাসনের নিষেধাজ্ঞাকে উড়িয়ে দিয়ে গত রাতে পাত্রসায়ের থানার কান্তর গ্রামে সরস্বতী পুজোর প্রতিমা নিরঞ্জনের জন্য উচ্চস্বরে মাইক বাজানোর অভিযোগ ওঠে উদ্যোক্তাদের বিরুদ্ধে।

Updated By: Feb 21, 2024, 01:26 PM IST
Bankura: মাইক বাজানোর প্রতিবাদ করায় মার, বাদ গেল না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও
নিজস্ব চিত্র

মৃত্যুঞ্জয় দাস: উচ্চস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ির লোকজনকে কাটারির কোপ। পরীক্ষার্থীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই জনকে।

একদিকে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এলাকায় নিষেধাজ্ঞা রয়েছে মাইক বাজানোর বিষয়ে।

প্রশাসনের নিষেধাজ্ঞাকে উড়িয়ে দিয়ে গত রাতে পাত্রসায়ের থানার কান্তর গ্রামে সরস্বতী পুজোর প্রতিমা নিরঞ্জনের জন্য উচ্চস্বরে মাইক বাজানোর অভিযোগ ওঠে উদ্যোক্তাদের বিরুদ্ধে।

আরও পড়ুন: Hooghly: স্কুল কোয়ার্টারেই খুন যুবতী! প্রেমিক ঘটাল ভয়ংকর কাণ্ড...

ওই এলাকার পাশেই ছিল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ি। পরীক্ষার্থীর পরিবারের লোকজন মাইক বাজানো বন্ধ করতে বলায় স্থানীয় দুই ব্যক্তি চড়াও হয় পরীক্ষার্থীর পরিবারের লোকজনের উপর।

অভিযোগ করা হয়েছে যে তাঁদেরকে ব্যাপক মারধর করা হয়েছে। এমনকি কাটারির কোপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারের তিনজন গুরুতর আহত হন।

আরও পড়ুন: Debra: রোগী সেজে এসে চিকিৎসক দম্পতিকে নৃশংস খুন ডেবরায়, গ্রেফতার ২! সামনে এল হত্যার কারণ...

আহত অবস্থায় তাঁদেরকে প্রথমে পাত্রসায় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয় যাওয়া হয় বলে জানা গিয়েছে। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে রেফার করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।

পরিবারের অভিযোগ ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকেও চড় এবং ঘুঁষি মারা হয়েছে। সে গুরুতর আহত না হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি।

এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে পাত্রসায়র থানায়। তদন্তে নেমে পাত্রসায়র থানা পুলিস অভিযুক্ত কৃষ্ণপদ ঘোষ, ধিরু ঘোষ নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করে। তাঁদেরকে তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

 

.