Bankura: কোতুলপুরে বিজেপি নেতাদের মারধর! গোষ্ঠীদ্বন্দের অভিযোগ তৃণমূলের

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী সাংসদ সৌমিত্র খাঁ জানান কয়েকদিন আগেই কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হুশিয়ারি দেওয়ার পরেই আজ তার নেতৃত্বেই তৃণমূল কর্মীরা, বিজেপি কর্মী সমর্থকদের মারধর করল।

Updated By: Mar 6, 2024, 11:01 AM IST
Bankura: কোতুলপুরে বিজেপি নেতাদের মারধর! গোষ্ঠীদ্বন্দের অভিযোগ তৃণমূলের
নিজস্ব চিত্র

মৃত্যুঞ্জয় দাস: কোতুলপুরে বিজেপি নেতাদের মারধরের অভিযোগ, অভিযোগ জানাতে থানায় গেলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। প্রার্থী নিয়ে নিজেদের গোষ্ঠীদ্বন্দ দাবি তৃণমূলের।

রাতের অন্ধকারে বিজেপি নেতা ও কর্মী সমর্থকদেরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধেএই । ঘটনা কোতুলপুর ব্লকের পাটপুরের। অভিযোগ, বিজেপি নেতাকর্মীরা স্থানীয় একটি চায়ের দোকানে আড্ডা মারছিল। ঠিক তখনই কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতি এসে বিজেপি করার অপরাধে ব্যাপক মারধর করে ওই বিজেপি নেতাকর্মীদের।

আরও পড়ুন: Jalpaiguri: কুষ্ঠ রোগে হয়েছে অঙ্গহানি, রি-কন্সট্রাকটিভ সার্জারিতে নতুন জীবন ফেরাচ্ছে স্বাস্থ্য দফতর

ঘটনায় আহত হয় ওই বিজেপি নেতাকর্মীরা। তড়িঘড়ি তাদের দেখতে এলাকায় যান বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সাংসদ সৌমিত্র খাঁ। এরপর রাতেই আহতদের নিয়ে কোতুলপুর থানায় অভিযোগ জানান তিনি।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী সাংসদ সৌমিত্র খাঁ জানান কয়েকদিন আগেই কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হুশিয়ারি দেওয়ার পরেই আজ তার নেতৃত্বেই তৃণমূল কর্মীরা, বিজেপি কর্মী সমর্থকদের মারধর করল।

আরও পড়ুন: Dakshin Dinajpur: বাড়ছে সিসিইউ ইউনিটের বেড, বদলে যাবে দক্ষিণ দিনাজপুরের স্বাস্থ্য পরিষেবা

পশ্চিমবঙ্গে যদি সেন্ট্রাল ফোর্স না থাকে তবে ভোট করাটা মুশকিল তবে তিনি বলছেন তার মনে হয় ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসন দরকার এবং ইমিডিয়েট এই এলাকায় সেন্ট্রাল ফোর্স দেওয়া দরকার। না হলে মারপিট হবে।

সাংসদ হুশিয়ারি দিয়ে বলেন, ‘তিন দিনের মধ্যে কোতুলপুর, জয়পুর, পাত্রসায়ের, ইন্দাস এই এলাকাগুলিতে যদি সেন্ট্রাল ফোর্স না আসে তবে আমরা থানা এবং এসপি অফিস ঘেরাও করব’।

অন্যদিকে কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তরুণ কুমার নন্দী জানান, ‘আপনারা খোঁজ নিয়ে দেখুন ওদের প্রার্থী নিয়ে বাঁকুড়ায় সুভাষ সরকার এবং এখানে সৌমিত্র খাঁ কে নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ আছে তবে এটা যদি ঘটে থাকে তবে এটা ওদেরই গোষ্ঠীদ্বন্দ্বের ফসল’।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.