নিজস্ব প্রতিবেদন: দলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দলীয় কর্মীদের এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে, শীলভদ্র দত্ত বলেন, কোনও দিন আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেনি। কিন্তু এখন কোনও কোনও মহলের দাবি, মুকুল রায়ের কাছ থেকে ৭ কোটি টাকা নিয়েছি আমি।  অর্জুন সিংয়ের সঙ্গে আমিও নাকি গ্রেফতার হব।


আরও পড়ুন-করোনা আবহে বিক্রি তলানিতে, এর উপর বাজি বন্ধের মামলার খবর পেয়ে আতঙ্কিত ব্যবসায়ীরা


ব্যারাকপুর থেকে আর ভোটে না দাঁড়ানোর কথা আগেও ঘোষণা করেছিলেন শীলভদ্র। রবিবারও বলেন, ভোটে আর দাঁড়াব না। দল এখন আমার অসুস্থতার দোহাই দিচ্ছে। কিন্তু আসল কথাটা সবাই জানে। কেউ প্রকাশ্যে তা বলতে পারছে না।


আরও পড়ুন-কমলো হিমোগ্লোবিন-প্লেটলেট, লড়াই জারি সৌমিত্রর  


দলের নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে শীলভদ্র আরও বলেন, একটা বাজারি কোম্পানি টাকা নিয়ে ভোট করাতে আসছে। তারা আমাকে বলছে আপনাকে ভোট নিয়ে ভাবতে হবে না। ভোট আমরা করাব। আমাকে রাজনীতির জ্ঞাণ দিচ্ছে। ৯-১০ বছর থেকে রাজনীতি করছি। এই পরিবেশে আর মানিয়ে নিতে পারছি না। রাজনীতিতে সম্মান অনেক বড়। আমিও অনেকের মতই সিঁড়ি ভেঙে এখানে এসেছি।