Cyber Crime: ফোনে আসা লিঙ্ক 'ক্লিকে'ই বিপদ! তরুণীর 'পর্ন' ছবি পৌঁছল সহকর্মীদের হাতে

মানসিকভাবে বিপর্যস্ত তরুণী টিটাগড় থানা এবং ব্যারাকপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। 

Updated By: Feb 3, 2022, 01:34 PM IST
Cyber Crime: ফোনে আসা লিঙ্ক 'ক্লিকে'ই বিপদ! তরুণীর 'পর্ন' ছবি পৌঁছল সহকর্মীদের হাতে
ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদন : ফোনে আসা লিঙ্ক ক্লিক করতেই বিপত্তি (Cyber Crime)। ছবি বিকৃত করে, 'নীল ছবি'তে (Porn Footage) মুখ বসিয়ে ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন এক তরুণী। 

জানা গিয়েছে, ওই তরুণী ব্যারাকপুরের (Barrackpore) বাসিন্দা। তরুণীর অভিযোগ, তাঁর ফোনে প্রথমে একটি লিঙ্ক (Cyber Crime) এসেছিল। তিনি সেটিতে ক্লিক করতেই তাঁকে বলা হয় যে, তিনি প্রচুর ঋণ নিয়েছেন। তাঁকে এখনই সেটা মেটাতে হবে। প্রথমে সেই হুমকিতে পাত্তা দেননি ওই তরুণী। তরুণীর অভিযোগ, এরপরই তাঁকে পাল্টা হুমকি দেওয়া হয় যে টাকা না দিলে তাঁর ছবি বিকৃত (Morphed Picture) করে পর্ন ফুটেজ (Porn Footage) তৈরি করে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল করে দেওয়া হবে। 

এমনকি তাঁর ছবি বিকৃত করে, 'নীল ছবি'তে তাঁর মুখ বসিয়ে পরিচিত ও অফিসের সহকর্মীদের মধ্যে ছড়িয়েও দেয় অভিযুক্ত। এরপরই মানসিকভাবে বিপর্যস্ত ওই তরুণী টিটাগড় থানা এবং ব্যারাকপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। যদিও অভিযুক্তরা এখনও অধরা। অন্যদিকে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ওই তরুণী। 

আরও পড়ুন, Narendrapur Arrest: ফেসবুকে আলাপে 'ঘনিষ্ঠতা', 'অন্তরঙ্গ' মুহূর্তের ভিডিও তুলে '১০ লাখ' দাবি মা-মেয়ের

Haldia Remarriage: ভালবেসে বিয়ের ৩ বছরেই বৈধব্য, নিজে হাতে বৌমার আবার বিয়ে দিলেন সন্তানহারা শ্বশুর

Krishnanagar Teachers Fight: স্কুলের মধ্যেই প্রধান শিক্ষক-সহশিক্ষকের 'মারপিট'! ভাইরাল 'চুলোচুলি'

Malda: বিয়ের দিনই হবু বরের প্রতারণার পর্দা ফাঁস! থানায় হাজির পাত্রী

Howrah Murder: প্রথম পক্ষের সন্তানকে মানতে আপত্তি! ৪ বছরের ছেলেকে 'খুন' সৎ বাবার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.