Bengal Weather: আগামী কয়েকদিনই বইবে ঝোড়ো হাওয়া, থাকবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতও...
কলকাতা অথবা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘন্টায় প্রধানত মেঘলা আকাশ থাকবে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাত থাকছে। মাঝেমধ্যে দমকা হাওয়াও থাকবে এবং এটা আগামী দু-তিন দিন টানা থাকবে। মোটামুটি ২১ তারিখ অবধি এই রকমই থাকবে আবহাওয়া। ২২ তারিখ থেকে কলকাতার ক্ষেত্রেও আবহাওয়া উন্নতি হবে।
সন্দীপ প্রামানিক: দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টা প্রধানত মেঘলা আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে। দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সঙ্গে কিছু কিছু জায়গায় আবার ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া চলার সম্ভাবনা থাকছে।
বাংলাদেশ সংলগ্ন জেলাগুলি বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদনীপুর এই জেলাগুলোয় বৃষ্টিপাত বেশি থাকবে। এর সঙ্গে দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে।
২০ অথবা ২১ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ হালকা থেকে মাঝারি মধ্যেই থাকবে। একইসঙ্গে দমকা হওয়ার সম্ভাবনা থাকছে। এই পরিস্থিতির উন্নতি হবে ২২ তারিখ থেকে। ২২ তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের জন্য ২২ তারিখ থেকে আবহাওয়ার উন্নতি সম্ভাবনা রয়েছে। ২৩ তারিখ থেকে প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন: ৩.৬০ কোটিতে কোম্পানি, সঙ্গে ১৫ কোটির সম্পত্তি মেয়েকে লিখে দিতে মণীশকে বাধ্য করেন কেষ্ট!
কলকাতা অথবা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘন্টায় প্রধানত মেঘলা আকাশ থাকবে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাত থাকছে। মাঝেমধ্যে দমকা হাওয়াও থাকবে এবং এটা আগামী দু-তিন দিন টানা থাকবে। মোটামুটি ২১ তারিখ অবধি এই রকমই থাকবে আবহাওয়া। ২২ তারিখ থেকে কলকাতার ক্ষেত্রেও আবহাওয়া উন্নতি হবে।
আরও পড়ুন: ধোপে টিকল না জিতেন্দ্র তিওয়ারির আবেদন, ৮ দিনের পুলিস হেফাজতের কড়া নির্দেশ
তাপমাত্রা দক্ষিণবঙ্গের জন্য আগামী দুদিন কম থাকবে যেহেতু মেঘলা আকাশ রয়েছে। ২১ তারিখের পর থেকে তাপমাত্রা একটু বাড়তে থাকবে। প্রায় ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘন্টায় মালদা, দুই দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ২০ এবং ২১ তারিখে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলো বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২২ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে বলে জানা গিয়েছে।