নিজস্ব প্রতিবেদন: বারাকপুরের পুলিস কমিশনারকে সরিয়ে দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার ভাটপাড়া অশান্তির মধ্যেই নবান্ন থেকে প্রকাশিত এক নির্দেশিকায় আইপিএস মনোজ কুমার ভার্মাকে এই পদে আনা হয়েছে। এতদিন বারাকপুরের পুলিস কমিশনার ছিলেন তন্ময় রায় চৌধুরী। তাঁকে ডিআইজি সিআইডি অপারেশনস পদে সরানো হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক ভারসাম্য বিগড়ে গিয়েছে: কৈলাস


লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই হিংসার উত্তপ্ত বারাকপুরের বিস্তীর্ণ এলাকা। এক মাস পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে কালঘাম ছুটছে পুলিসের। ঘরছাড়া বহু। নৈহাটি হোক বা ভাটপাড়া বার বার শিরোনামে এসেছে হিংসার খবর। আর মুখ পুড়েছে নবান্নের। পুলিস পরিস্থিতি সামাল দিতে পারছে না বলে অভিযোগ করেছেন বিরোধীরা।



আরও পড়ুন-হারের পর এলাকার দখল নিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে ট্রিগার হ্যাপি পুলিস: মুুকুল  


এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ছিল ভাটপাড়া থানার উদ্বোধন। কিন্তু সকাল থেকে সেখানে হিংসার জেরে থানা উদ্বোধন করতে বেরিয়েও মাঝপথে নবান্নে ফিরতে হয় ডিজি বীরেন্দ্রকে। এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে সিনিয়র পুলিস আধিকারিকদের ঘটনাস্থলে পাঠায় নবান্ন। সন্ধে গড়াতে এল পুলিস কমিশনারের বদলির খবর।