মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক ভারসাম্য বিগড়ে গিয়েছে: কৈলাস

সংঘর্ষে রণক্ষেত্র ভাটপাড়া। হত ২। 

Updated By: Jun 20, 2019, 07:43 PM IST
মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক ভারসাম্য বিগড়ে গিয়েছে: কৈলাস

নিজস্ব প্রতিবেদন: মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে লাগাতার হিংসা চলছে বাংলায়। বৃহস্পতিবার ভাটপাড়ায় প্রসঙ্গে এমন প্রতিক্রিয়া দিলেন কৈলাস বিজয়বর্গীয়। রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকের দাবি, ভাটপাড়ায় হিংসার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশেই চলছে তাণ্ডব। 

নতুন পুলিস স্টেশন উদ্বোধন ঘিরে রক্তারক্তি কাণ্ড ভাটপাড়ায়। ইতিমধ্যেই দুজনের মৃত্যুর খবর মিলেছে। ভাটপাড়া-সহ রাজ্যজুড়ে অশান্তির অভিযোগে শাসক দলের ইন্ধনের অভিযোগ করেছেন কৈলাস বিজয়বর্গীয়। তাঁর কথায়,''লাগাতার হিংসা চলছে রাজ্যে। তাণ্ডব করছে শাসক। এসবের জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। মানসিক ভারসাম্য বিগড়ে গিয়েছে মমতার। অরাজকতাকে উত্সাহ দিচ্ছেন তিনি''।

ভাটপাড়ায় বিজেপির প্রতিনিধি দল পাঠানোর ঘোষণাও করেন কৈলাস। বলেন,''আগামিকাল ভাটপাড়ায় যাবে বিজেপির প্রতিনিধি দল। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দেবেন প্রতিনিধিরা''।

নিরপেক্ষ তদন্ত চেয়ে বিজেপি নেতা মুকুল রায় বলেন, ''ট্রিগার হ্যাপি পুলিস। খেটে মানুষকে হত্যা করেছে। চারজন মানুষ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। সব দায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের''। মুকুল রায়ের অভিযোগ, পুলিসের গুলিতে মৃত্যু হয়েছে। নিরীহদের উপরে কেন গুলি চালানো হল, তার জবাব দিতে হবে মুখ্যমন্ত্রী। উনি হার মেনে নিতে পারছেন না।             

এদিন নবান্নে জরুরি বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন মুখ্যসচিব মলয় দে। কেন অচলাবস্থা কাটছে না ভাটপাড়ায়? প্রশ্ন করেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। নির্দেশ দেন,"রং না দেখে গ্রেফতার করুন। যাঁকে যাঁকে প্রয়োজন গ্রেফতার করুন। তিন দিনের মধ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে। কোনও রং দেখার প্রয়োজন নেই।"   

আরও পড়ুন- অন্ধ্র হাতছাড়া, রাজ্যসভায় চন্দ্রবাবুর দলটাই কার্যত ভিড়ে গেল বিজেপিতে

.