“অনুরোধ করছি, এরপর কিন্তু ভাঙচুর করব”, দোকান বন্ধ রাখতে হুমকি বিজেপি নেতার

 নির্মল চন্দ্র মণ্ডল অতীতেও তাঁর ‘দাদাগিরি’র জন্য সংবাদ শিরোনামে এসেছেন। বীরভূমের এই নেতা একবার ডায়মন্ড হারবারের সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকিও দিয়েছিলেন। 

Updated By: Sep 26, 2018, 04:04 PM IST
“অনুরোধ করছি, এরপর কিন্তু ভাঙচুর করব”, দোকান বন্ধ রাখতে হুমকি বিজেপি নেতার

নিজস্ব প্রতিবেদন: ‘বীরভূমি’তে বিজেপি নেতার ‘দাদাগিরি’।  খোদ ‘কেষ্ট দা’র জেলায় বনধ সমর্থন না করায় দোকানদারদের হুমকি দিলেন বিজেপি নেতা! বুধবার বীরভূমের বিজেপি নেতা নির্মল চন্দ্র মণ্ডল দোকানে দোকানে গিয়ে বলছেন, “প্রথমে অনুরোধ করছি, এরপর এসে ভাঙচুর চালাবো”। যদিও তাঁর কথায় কর্ণপাত করেননি কোনও দোকান মালিকই। মোটের উপর স্বাভাবিকই থেকেছে সিউড়ির মসজিদ মোড় এলাকা।

উল্লেখ্য, ইসলামপুরে ছাত্র খুনের ঘটনায় মঙ্গলবার পশ্চিমবঙ্গে ১২ ঘণ্টার বনধ ডেকেছে রাজ্য বিজেপি। সেই মতো এদিন সকাল থেকেই জেলায় জেলায় বিক্ষোভ-আন্দোলনে সামিল হন বিজেপি কর্মীরা। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তই থেকেছে বাংলা। সুদূর ইতালিতে থেকেও রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির এদিনের বনধকে ব্যর্থ করায় বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। যদিও বিজেপির তরফে আজকের বনধকে ‘সফল’ হিসেবেই দেখা হচ্ছে।

আরও পড়ুন- বাসে ভাঙচুর করে আগুন, রেল অবরোধ, বিজেপির বনধে সকাল থেকেই অশান্তির আঁচ

প্রসঙ্গত, এই নির্মল চন্দ্র মণ্ডল অতীতেও তাঁর ‘দাদাগিরি’র জন্য সংবাদ শিরোনামে এসেছেন। বীরভূমের এই নেতা একবার ডায়মন্ড হারবারের সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকিও দিয়েছিলেন। এবার তাঁকে দেখা গেল জোর করে, ভয় দেখিয়ে সাধারণ মানুষকে বনধ সমর্থন করতে বাধ্য করাতে। যদিও বিজেপির তরফে বলা হচ্ছে, তিনি কোনও হুমকি দেননি, বরং অনুরোধ করেছেন যাতে দোকান বন্ধ রাখা হয়।

.