BMC Election: প্রচারের বেরিয়ে আক্রান্ত BJP, অভিযোগের তির TMC-র দিকে
বিজেপি প্রার্থীর দাবি তার দাদাকে মেরেছে তৃণমূল
নিজস্ব প্রতিবেদন: বিধাননগরে পুরভোটের শুরুতেই হিংসার ঘটনা। আক্রান্ত ৩৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শম্পা দেবনাথ। অভিযোগের তীর শাসকদল তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বিকার করেছে তৃণমূল। শুক্রবার রাতেই প্রায় ৩০ মিনিট করুণাময়ী মোড়ে অবরোধ করে বিজেপি।
বিধাননগরের ৩৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর সমর্থনে পতাকা লাগানর সময়ে তৃণমূল সমর্থকরা তাদের দিকে মারতে আসে বলে অভিযোগ বিজেপি কর্মীদের। তাদের দাবি পতাকা লাগানোর সময় তাদেরকে বহিরাগত বলে তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীদের ওই অঞ্চলে ঢোকা নিষেধ এমনটাই বলা হয়েছে বলে অভিযোগ বিজেপির তরফে। বিজেপি প্রার্থীর দাবি তার দাদাকে মারধর করেছে তৃণমূল। এমনকি প্রার্থী হওয়া সত্তেও তাঁকে মাটিতে ফেলে তাঁর হাত ধরে টানা হয় বলেই তাঁর দাবি।
আরও পড়ুন: জীবিত মহিলা ভোটার লিস্টে 'মৃত'! 'ভূত' হয়ে ঘুরছেন প্রশাসনের দরজায়
যদিও এই অভিযোগ অস্বিকার করেছে শাসকদল তৃণমূল। এর আগেও ২০১৫ সালে পুরভোটের সময়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ ওঠে।