মালবাজার পুরসভার চেয়ারম্যানের উপর ছুরি নিয়ে হামলা, কাঠগড়ায় বিজেপি

বিজেপির মাল টাউনের প্রেসিডেন্ট দেবাশিষ পালের পাল্টা অভিযোগ, স্বপন সাহা ও তাঁর দলের লোকজনই ওই এলাকায় বিজেপি কর্মীর দোকানে গিয়ে তাঁকে মারধর করেছে।

Updated By: Oct 11, 2020, 09:57 AM IST
মালবাজার পুরসভার চেয়ারম্যানের উপর ছুরি নিয়ে হামলা, কাঠগড়ায় বিজেপি
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহার উপর  হামলার অভিযোগে থানায় জমায়েত করলেন তৃণমূল কর্মীরা। ঘটনাটি শনিবার রাতের। হামলার ঘটনায় অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

তৃণমূল টাউন কংগ্রেসের সাধারণ সম্পাদক অমিত দে বলেন, "শনিবার রাত ৯টা নাগাদ চেয়ারম্যান স্বপন সাহা ওয়ার্ড ভিজিট করছিলেন। রাস্তাঘাটের কাজ ঠিকঠাক হচ্ছে কিনা, সেইসব খতিয়ে দেখচিলেন। তখনই এলাকার কিছু বিজেপি কর্মী স্বপন সাহার উপর হামলা চালায়। বিজেপি কর্মীরা ছুরি নিয়ে স্বপন সাহার উপর হামলা চালায়। স্বপন সাহার গলার চেন, আংটি ছিনতাই করে নেয়। তবে ছুরির আঘাত লাগেনি।"

হামলার খবর জানাজানি হতেই মালবাজার থানার সামনে জমায়েত করেন তৃণমূল কর্মীরা। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন  তৃণমূল কর্মীরা। অবশেষে একজনকে আটক করে মালবাজার থানার পুলিস। তৃণমূলের দাবি মোট তিনজন ছিল, তাদের সবাইকেই গ্রেফতার করতে হবে। যদিও হামলার ঘটনায় স্বপন সাহার কোনও বক্তব্য পাওয়া যায়নি। 

অন্যদিকে বিজেপির মাল টাউনের প্রেসিডেন্ট দেবাশিষ পাল ফোনে বলেন, এব্যাপারে বিজেপি কর্মীরা কোনওভাবেই জড়িত নয়। তৃণমূল মিথ্যে কথা বলছে। তাঁর পাল্টা অভিযোগ, স্বপন সাহা ও তাঁর দলের লোকজনই ওই এলাকায় বিজেপি কর্মীর দোকানে গিয়ে তাঁকে মারধর করেছে। এব্যাপারে বিজেপির তরফেও মালবাজার থানায় অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে মালবাজার পুলিস।

আরও পড়ুন, ৮০০-র কিছু কম, সংক্রমণের শীর্ষে ফের কলকাতা! দেখুন বাকি জেলাগুলির কী অবস্থা

.