নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রচারে নামল বিজেপি, বাড়ি বাড়ি ঢুঁ বিস্তারকদের

বিজেপি দাবি, নাগরিক পঞ্জি নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। সেই ভুল ভাঙাতেই এই কর্মসূচি। প্রচারে প্রায় ৩০ হাজার বিস্তারককে বাড়ি বাড়ি পাঠানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি। 

Updated By: Jan 5, 2020, 06:32 PM IST
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রচারে নামল বিজেপি, বাড়ি বাড়ি ঢুঁ বিস্তারকদের

নিজস্ব প্রতিবেদন: CAA-NRC নিয়ে এবার পাল্টা প্রচারে নেমেছে বিজেপি। আজ থেকেই শুরু হয়ে গেল নাগরিকত্ব আইনের সুফল বোঝাতে বাড়ি বাড়ি গিয়ে বিজেপি নেতাদের প্রচার। উত্তর কলকাতার নিমতলা থেকে এই প্রচার শুরু করেন বিজেপি নেতা রাহুল সিনহা। বিজেপি দাবি, নাগরিক পঞ্জি নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। সেই ভুল ভাঙাতেই এই কর্মসূচি। প্রচারে প্রায় ৩০ হাজার বিস্তারককে বাড়ি বাড়ি পাঠানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি। 

শহর-জেলা সর্বত্রই চোখে পড়েছে অভিযান কর্মসূচি। কলকাতার পাশাপাশি জেলাতেও শুরু হয়েছে প্রচার। মালদায়  ইংরেজবাজার পুর এলাকার ১নং ওয়ার্ডে প্রচার কর্মসূচি শুরু হয়।  বাসিন্দাদের লিফলেট ও পুস্তিকাও বিলি করেন বিজেপি কর্মীরা। নদিয়াতেও  বাড়ি বাড়ি গিয়ে প্রচার সেরেছেন বিজেপি নেতা,কর্মীরা। প্রচার অভিযানে ছিলেন বিজেপি নেতা আশুতোষ পাল, কেন্দ্রীয় নেতা সঞ্জয় সিং।

আরও পড়ুন: বিপাকে অনুপম হাজরা, বিজেপি নেতার বিরুদ্ধে শ্লীলতাহানি-মারধরের অভিযোগ

জেলা বিজেপির উদ্যোগে তমলুক শহরেও ছিল  জনসংযোগ অভিযান। উপস্থিত ছিলেন বিজেপি নেতা প্রণয় রায়। বাড়ি বাড়ি গিয়ে NRC সুফল বোঝান বিজেপি কর্মীরা। দুর্গাপুরের তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের রায়ডাঙ্গা এলাকায় প্রচার সেরেছে বিজেপি। মিছিলে সামিল জেলা নেতারা। 

আরও পড়ুন: ধর্ষণ-সহ একাধিক অভিযোগ! গণ ইস্তফায় ভোটের মুখে ধস JU-র এসএফআই-এর

মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, শাসকদলের বিরুদ্ধে তোপ দেগেছেন নেতারা। জানানো হয়েছে রাজ্যজুড়েই এই অভিযান কর্মসূচি এখন চলবে। প্রচারে প্রায় ৩০ হাজার বিস্তারককে বাড়ি বাড়ি পাঠানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি। উল্লেখ্য এ বিষয়ে দলীয় কর্মীদের ক্লাসও নিয়েছেন স্বয়ং দিলীপ ঘোষ। কীভাবে বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে তা ক্লাসে বই পড়িয়ে শেখানো হয়েছে। 

.