Bardhaman Purba Lok Sabha Constituency: পিছিয়ে থাকা বিজেপি প্রার্থী অসীমের কাছে গান শোনার আবদার তৃণমূলকর্মীদের...

Bardhaman Purba Lok Sabha Constituency: আজ ভোটের ফলের দিক দিয়ে তৃণমূলের রংদার দিন। নানা দিক থেকে তাদের উল্লসিত হওয়ার কারণ থাকছে। তবে, সেই জয়-উজ্জ্বল দিনেও উজ্জীবিত তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ হারাননি নিজেদের সৌজন্যবোধ। এরই নানা টুকরো ছবি দেখা গেল রাজ্য জুড়ে।

Updated By: Jun 4, 2024, 05:51 PM IST
Bardhaman Purba Lok Sabha Constituency: পিছিয়ে থাকা বিজেপি প্রার্থী অসীমের কাছে গান শোনার আবদার তৃণমূলকর্মীদের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ ভোটের ফলের দিক দিয়ে তৃণমূলের রংদার দিন। নানা দিক থেকে তৃণমূলের উল্লসিত হওয়ার কারণ থাকছে। তবে, সেই জয়-উজ্জ্বল দিনেও উজ্জীবিত তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ হারাননি নিজেদের সৌজন্যবোধ। এরই নানা টুকরো ছবি দেখা গেল রাজ্য জুড়ে।

আরও পড়ুন: Serampore Lok Sabha Election Result: 'দিদিকে দিদির পাশে দেখতে চাই'! দীপ্সিতাকে অভাবনীয় আহ্বান তৃণমূলকর্মীদের...

যেমন দেখা গেল বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রের পিছিয়ে পড়া বিজেপি প্রার্থী অসীম সরকারের কাছে গান শোনানোর আবদার জানালেন তৃণমূলকর্মীরা। সকলের মিলিত চাপের মধ্যে পড়ে মঙ্গলবার দুপুরে একটি সম্প্রীতির গান শোনালেন বিজেপিপ্রার্থী অসীম সরকার।

এদিন পূর্বস্থলী ১ নম্বর ব্লকে দেখা গেল তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রাজকুমার পান্ডে এবং তাঁর অনুগামীরা তখনও পর্যন্ত পিছিয়ে থাকা বিজেপি প্রার্থী অসীম সরকারের কাছে গিয়ে তাঁদের গান শোনানোর আবেদন জানান। এরপরই হেরে-যেতে-বসার দুঃখ একরকম ভুলেই বিজেপি প্রার্থী অসীম সরকার গান শোনান সমবেত তৃণমূল কর্মীদের। তিনি সম্প্রীতির একটি গান ধরেন। যা সকলেই খুব উপভোগ করেন। এবং সেই ভিড় থেকেই একজন অনুরোধ জানান, (অসীম যেন) আগামী দিনেও এভাবেই সম্প্রীতির গান গেয়ে যান।

আজ এরকমই সম্প্রীতির ছবি দেখা গেল শ্রীরামপুরেও। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ভোটগণনা তখন চলছে শ্রীরামপুর কলেজে। ইভিএম খোলার পর থেকেই সেখানে দেখা গিয়েছে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর দুই প্রতিদ্বন্দ্বী বিজেপির কবীরশংকর বোস ও সিপিআইএম-এর দীপ্সিতা ধরের থেকে এগিয়ে যেতে থাকেন। প্রতি রাউন্ড শেষে দেখা যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবধান লাফিয়ে-লাফিয়ে বাড়তে থাকে। দশ-বারো রাউন্ড গণনা শেষে দেখা যায়, ব্যবধান প্রায় লক্ষাধিক ভোট। ফল স্পষ্ট হতেই কার্যত পরাজয় স্বীকার করে নেন দীপ্সিতা।

গণনাকেন্দ্রে পরাজয় নিশ্চিত হতেই সাংবাদিকদের দীপ্সিতা বলেন, 'দুর্নীতি-ইস্যুতে ভোট হয়নি। বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে মানুষ তৃণমূলকে বেছে নিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধী আমরা নই, তবে আমরা ভাণ্ডার দিয়ে চাকরি বিক্রি করার বিরুদ্ধে। সেটা আমরা মানুষকে বোঝাতে চেয়েছি। বোঝাতে ব্যর্থ হয়েছি। আমরা আবার মানুষের কাছে যাব। আবার তাঁদের বোঝাব।'

দীপ্সিতাকে দেখে তৃণমূলকর্মীরাও এগিয়ে আসেন তাঁর কাছে। তাঁরা আবদার করে দীপ্সিতাকে বলেন, 'আপানার বক্তৃতা খুব ভালো লাগে। আপনার মতো নেত্রী চাই। দিদিকে দিদির পাশে দেখতে চাই। আপনার মতো মানুষকে চাই। 

আরও পড়ুন: Hooghly Lok Sabha Election Result: তৃতীয় রাউন্ডে ১৪,১১৯ ভোটে এগিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়, লড়ছেন লকেট...

তৃণমূলকর্মীদের এহেন ইনফর্মাল আবদারে স্পষ্টতই লজ্জা পেয়ে যান দীপ্সিতা। হাসিমুখে বারবার নমস্কার করতে থাকেন সমবেত তৃণমূলকর্মীদের। তবে বামনেত্রী তারই এক ফাঁকে জানাতে ভোলেন না যে, তিনি লাল ঝান্ডার রাজনীতিই করবেন!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.