Dilip Ghosh: '৫০ হাজার লোকের মিছিল হবে রামনবমীতে, কোনও বাপের ব্যাটার হিম্মত নেই আটকায়', হুঁশিয়ারি দিলীপের

রীতিমতো হুংকার দিয়ে দিলীপ বলেন, 'আদালত এবং সংবিধান আমরা তৈরি করেছি দেশ রক্ষার জন্য। তৃণমূল এলে তাদের এই নির্বাচনে সমূলে বিনাশ করুন। সমস্ত গ্রামে শোভাযাত্রা হবে। দিলীপ ঘোষ সামনে দাঁড়াবে। মামদোবাজি নাকি?'

Updated By: Apr 16, 2024, 02:44 PM IST
Dilip Ghosh: '৫০ হাজার লোকের মিছিল হবে রামনবমীতে, কোনও বাপের ব্যাটার হিম্মত নেই আটকায়', হুঁশিয়ারি দিলীপের
ফাইল ছবি

অয়ন ঘোষাল: ভোট প্রচারে নেমে আরও একবার হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। রাম নবমীর মিছিল নিয়ে গতবার প্রধান বিচারপতি এনআইএ তদন্তের নির্দেশ দেন। তারপরই এবাক রাজ্য সরকার শোভাযাত্রার রুট বদলের আবেদন জানায়। রামনবমী প্রসঙ্গে নিশানা করলেন বাংলার শাসক দলকেও। বর্ধমান-দুর্গাপুর আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, 'পঞ্চাশ হাজারের মিছিল হবে রামনবমীতে। কেউ আটকাতে পারবে না। এই দেশ রামের দেশ। ৫০০ বছরের চেষ্টায় রাম মন্দির হয়েছে। হিন্দুরা বিজয় উৎসব পালন করবে। আমি আবেদন রাখছি হিন্দু সমাজের কাছে। হাজার হাজার মানুষ রাস্তায় নামুন। দিলীপ ঘোষ সঙ্গে আছে। ত্রিশূল ধরেছি। প্রয়োজনে সব ধরব হিন্দু সমাজের জন্য। কোনও বাপের ব্যাটার হিম্মত নেই হিন্দুদের আটকায়।'

আরও পড়ুন, Summer Death: রাজ্যে গরমে প্রথম মৃত্যু! তীব্র দাবদাহে অটোতেই মৃত বৃদ্ধা...

রীতিমতো হুংকার দিয়ে দিলীপ বলেন, 'আদালত এবং সংবিধান আমরা তৈরি করেছি দেশ রক্ষার জন্য। তৃণমূল এলে তাদের এই নির্বাচনে সমূলে বিনাশ করুন। সমস্ত গ্রামে শোভাযাত্রা হবে। দিলীপ ঘোষ সামনে দাঁড়াবে। মামদোবাজি নাকি? ৫০০ বছর পর রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আমরা উৎসব করব না? তোমরা রিগিং করে ভোট জিতে বিজয় উৎসব করো। আমরা কেন করব না? আজ থেকে টানা ৪ দিন আমি রাম নবমী পালন করব। কার কত দম আটকে দেখাক।'

এমনকী চপার তল্লাশি নিয়েও মুখ খোলেন তিনি। বিজেপি নেতা বলেন, 'কোনও অজুহাত নয়। এর আগে আমাদের নেতাদের চপার সার্চ হয়েছে। এটা কমিশনের অধিকার। মডেল কোড অফ কন্ডাক্ট অনুয়ায়ী টাকা অস্ত্র যাতায়াত ঠেকাতে এটা করা হয়। এক কংগ্রেসের রাজ্যপালের বিমান দুর্ঘটনার সময় প্লেন থেকে হাজার হাজার নোট নিচে ছড়িয়ে পড়েছিল। নেতাদের গাড়িতেও তো সার্চ হয়। কলকাতায় নাকা চেকিং এর সময় কত টাকা পাওয়া যায়। রাহুল গান্ধীর চপার সার্চ হয়েছে। যাদের নামে টাকা এদিক ওদিক করার অভিযোগ তাদের তো সার্চ হবেই। কেউ ছার পাবে না। ভোট উত্তেজনা কমাতে এটা করা হয়। ওদের সবসময় মনের মধ্যে চোর আছে। দেখলেই ভয় পায়। আইনি পদক্ষেপ? কার কাছে যাবেন? কমিশনের বিরুদ্ধে যাবেন? কান মূলে দেবে। এসব না করে লোকের কাছে যান। কনফিডেন্স একেবারে লো হয়ে গেছে। হারের অজুহাত খুঁজছে।' 

আরও পড়ুন, Heat Wave in Bengal: সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে পৌঁছল ৪১.৫° সেলসিয়াসে! কবে থেকে বইবে লু?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.