WB Panchayat Election Result 2023: গাইঘাটায় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বুথে হার বিজেপির!
শান্তনু নন, গাইঘাটা ইছাপুর ২ গ্রাম পঞ্চায়েতের ৩৪ নম্বর বুথ এলাকা থাকেন বিধায়ক সুব্রত ঠাকুরও। ওই বুথেই হারলেন বিজেপির প্রার্থী শ্রেষ্ঠা মৃধা।
মনোজ মণ্ডল: মতুয়াগড়ে ধাক্কা খেল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বুথেই হেরে গেল গেরুয়াশিবিরের প্রার্থী! ২৬৭ জিতলেন তৃণমূলের রীতা মণ্ডল।
আরও পড়ুন: WB Panchayat Election Result 2023: নন্দীগ্রামে ধাক্কা তৃণমূলের, এগিয়ে বিজেপি
তখন 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচি চলছে। গাইঘাটার ক্যাম্প থেকে ঠাকুবাড়িতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচিকে কেন্দ্র করেই কার্যত দু'ভাগ হয়ে গিয়েছিলেন মতুয়ারাই। একদল যখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ঠাকুরবাড়িতে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন, তখন কালো পতাকা হাতে ঠাকুরবাড়িতে জমায়েত হয়েছিলেন আরও একদল। তুমুল বিক্ষোভ, স্লোগান! নেতৃত্বে ছিলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
ব্যবধান মাত্র একমাসের। পঞ্চায়েত ভোটে গাইঘাটায় ফুটল ঘাসফুল, তাও আবার খোদ মন্ত্রী শান্তনু ঠাকুরের বুথেই। বস্তুত, স্রেফ শান্তনু নন, গাইঘাটা ইছাপুর ২ গ্রাম পঞ্চায়েতের ৩৪ নম্বর বুথ এলাকা থাকেন বিধায়ক সুব্রত ঠাকুরও। ওই বুথেই হারলেন বিজেপির প্রার্থী শ্রেষ্ঠা মৃধা।