ভাঙড়ে সরকারি জায়গায় বিজেপির পতাকা, খুলল কমিশন

নিজস্ব প্রতিবেদন: ভাঙড়ের ব্যাওতা পঞ্চায়েতের কুলবেড়িয়া এলাকায় সরকারি ইলেকট্রিক পোস্টে বিজেপির পতাকা লাগানোয় বিতর্ক। নির্বাচন কমিশনে অভিযোগ করল তৃণমূল। পতাকা খুললেন নির্বাচন আধিকারিকরা।

যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরার সমর্থনে ভাঙড়ের কুলবেড়িয়া এলাকায় সরকারি জায়গায় দলীয় পতাকা লাগান স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি কর্মীরা কুলবেড়িয়া এলাকার বিভিন্ন সরকারি জায়গায় এবং ইলেকট্রিক পোস্টে তাঁদের দলীয় পতাকা লাগিয়েছেন। এটা নির্বাচন বিধিভঙ্গ করেছে।

যাদবপুরের বাম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে থানায় অভিযোগ

 তাই নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে। অভিযোগ পেয়ে নির্বাচন কমিশনের অফিসাররা পুলিশকে সঙ্গে নিয়ে ভাঙড়ের কুলবেড়িয়া এলাকায় সরকারি জায়গা থেকে বিজেপি পতাকা খুলে নেয়।

English Title: 
BJP flag controversy at Bhangore
News Source: 
Home Title: 

ভাঙড়ে সরকারি জায়গায় বিজেপির পতাকা, খুলল কমিশন

 

 ভাঙড়ে সরকারি জায়গায় বিজেপির পতাকা, খুলল কমিশন
Yes
Is Blog?: 
No
Section: