Kharagpur: বিজেপির যুব মোর্চার সভানেত্রীকে 'নিগ্রহ'-র ঘটনায় গ্রেফতার দিলীপ ঘনিষ্ঠ নেতা

গত ২ ডিসেম্বর খড়গপুরের সুভাষপল্লী গেট এলাকায় হিরণময় চট্টোপাধ্যায়ের শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানের পর দিলীপ ঘোষ ও হিরণ চট্টোপাধ্য়ায় অনুগামীদের মধ্যে ধুন্ধুমার বেধে যায়

Updated By: Dec 21, 2021, 03:40 PM IST
Kharagpur: বিজেপির যুব মোর্চার সভানেত্রীকে 'নিগ্রহ'-র ঘটনায় গ্রেফতার দিলীপ ঘনিষ্ঠ নেতা

নিজস্ব প্রতিবেদন: দলের নেতাকে 'মারধরের' ঘটনায় গ্রেফতার দিলীপ ঘোষ ঘনিষ্ঠ নেতা। এনিয়ে চাঞ্চল্য জেলা রাজনৈতিক মহলে।

খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বিজেপি যুব মোর্চার সভানেত্রী তৃষা চালকালাদারকে মারধরের ঘটনায় নাম জড়িয়েছিল দলেরই নেতা দ্বীপ সোনা ঘোষের। দিলীপ ঘোষ ঘনিষ্ঠ ও বিজেপির খড়গপুর উত্তর মণ্ডলের সভাপতি সেই দ্বীপ সোনাকে গ্রেফতার করল খড়গপুর টাউন থানার পুলিস।

গত ২ ডিসেম্বর খড়গপুরের সুভাষপল্লী গেট এলাকায় হিরণময় চট্টোপাধ্যায়ের শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানের পর দিলীপ ঘোষ ও হিরণ চট্টোপাধ্য়ায় অনুগামীদের মধ্যে ধুন্ধুমার বেধে যায়। অভিযোগ, হিরণ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠদের উপরে হামলা চালায় উত্তর মণ্ডলের সভাপতি-সহ বেশ কয়েকজন। ওই ঘটনায় আহত হন ৩ জন।

আরও পড়ুন-কলকাতা কর্পোরেশনের মেয়র ঘোষণা কবে? দিনক্ষণ জানালেন মমতা

তৃষা চাকলাদারের অভিযোগ, দ্বীপ সেনা ঘোষ তাঁকে অশালীন প্রস্তাব দেন ও মারধর তাঁকে করা হয়। এদিকে, ওই অভিযোগ নিয়ে দ্বীপ সোনা ঘোষের বক্তব্য, তৃণমূল ও পিকে-র ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। 

ওই ঘটনায় এখনওপর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হল। অভিযুক্তকে আজ খড়গপুর আদালতে তোলা হয়।

এনিয়ে বিজেপি নেতা তুষার মুখোপাধ্যায় বলেন, এসব আমাদের অভ্যান্তরীন বিষয়। সব মিটিয়ে নেব। কালপিটদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.