আগামী বছর রেড রোডে জাতীয় পতাকা তুলবে বিজেপি, চ্যালেঞ্জ ছুড়লেন রাহুল

রাহুল বলেন, বিজেপি চলে ভারতীয় নীতিতে। ভারতের ইতিহাসকে মর্যাদা দেয়। এনিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিম

Reported By: অঞ্জন রায় | Updated By: Aug 15, 2020, 02:29 PM IST
আগামী বছর রেড রোডে জাতীয় পতাকা তুলবে বিজেপি, চ্যালেঞ্জ ছুড়লেন রাহুল
ছবি- টুইটার

নিজস্ব প্রতিবেদন: একুশে পদ্মই ক্ষমতায়। এতটাই আত্মবিশ্বাসী বিজেপি। তাই, শনিবার স্বাধীনতা দিবসের দিনে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেই দিলেন, আগামী বছর রেড রোডে জাতীয় পতাকা তুলবো আমরা।

স্বাধীনতা দিবসেও রাজনৈতিক কলহ বাদ পড়ল না। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে একহাত নিয়ে রাহুলের তোপ, যারা আজ নীতি শেখাচ্ছে, তারাই এর পরে স্বাধীনতা দিবসে থাকবে না। সেই কারণে আগে নিজেদের গদির চিন্তা করুক তারপর নীতি শেখাবে। এই সরকারের কোনও নীতি নেই বলে এদিন দাবি করেন রাহুল।

রাহুল বলেন, বিজেপি চলে ভারতীয় নীতিতে। ভারতের ইতিহাসকে মর্যাদা দেয়। এনিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিম। মোদীকে 'হিন্দুত্বের প্রধানমন্ত্রী' বলে কটাক্ষ করেন তিনি। রাহুলও তার পাল্টা জবাব দিয়েছেন।

আরও পড়ুন- পুনেকে ‘ব্রিটিশ মুক্ত’ করেছিলেন একাই, বাসুদেব বলবন্ত ফাড়কেকেই দেখে বঙ্কিমের আনন্দমঠ!

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্য়ক্তিগতভাবে আক্রমণ শানান রাহুল। মুসলিম তোষণের অভিযোগ তোলেন তিনি। ফিরহাদকে পাকিস্তান পাঠানোর নিদান দেন রাহুল। বলেন, "ওর এখানে থাকার কোনও অধিকারই নেই।" দেশের করোনা পরিস্থিতি নিয়ে রাহুল সিনহা বলেন, সারা বিশ্বে করোনা বাঘের মতো থাবা দিচ্ছে। আর ভারতে এসে করোনা বিড়ালে পরিণত হয়েছে।

.