Arjun Singh: `BJP-তে যাঁরা দায়িত্বে, তাঁদের অনেকেই কাজের নন`, নাড্ডার সঙ্গে বৈঠকের আগেই বিস্ফোরক অর্জুন
সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করবেন অর্জুন সিং। বারাকপুরের বিজেপি (BJP) সাংসদের দাবি, রাজ্যে দলের দায়িত্বে এমন কিছু মানুষ রয়েছেন, যাদের কোনও সাংগঠনিক ক্ষমতা নেই। তাঁরা অনেকেই কাজের নন। বরং সেই সমস্ত ব্যক্তিরা দলের ভিতরে থেকে ক্ষতি করছেন।
নিজস্ব প্রতিবেদন: সোমবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠক। তার আগে ফের বেসুরো বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। নিশানায় এ রাজ্যের গেরুয়া শিবিরের একাংশ।
বারাকপুরের বিজেপি (BJP) সাংসদের দাবি, রাজ্যে দলের দায়িত্বে এমন কিছু মানুষ রয়েছেন, যাদের কোনও সাংগঠনিক ক্ষমতা নেই। তাঁরা অনেকেই কাজের নন। বরং সেই সমস্ত ব্যক্তিরা দলের ভিতরে থেকে ক্ষতি করছেন। দলের কর্মঠ কর্মীদের কাজে লাগানো হচ্ছে না। সঠিক লোককে সঠিক দায়িত্ব না দিলে, এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে না।
এখানেই থামেননি অর্জুন সিং (Arjun Singh)। তিনি অভিযোগ করেন, "এখানে নিজের গ্রুপ বানানোর চেষ্টা হচ্ছে। দল বড় হলে গোষ্ঠাদ্বন্দ্ব থাকে। অন্যদলে সব সময় গোষ্ঠীদ্বন্দ্ব থাকে, কিন্তু ভোটের সময় এক হয়ে যায়। আমাদের এখানে সব সময় দেখায় এক, ভোটের সময় আলাদা হয়ে যায়।" তিনি আরও অভিযোগ করেন, অনেকে সোশ্যাল মিডিয়াতে রাজনীতি করে বড় নেতা হতে চাইছেন।