কুপিয়ে খুনে তৃণমূল কর্মী, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
এদিন হাতাহাতিতে গুরুতর জঘম আরও ৩ তৃণমূল কর্মী। আহতদের আড়াইডাঙ্গা গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুকুরিয়া থানার পুলিস।
![কুপিয়ে খুনে তৃণমূল কর্মী, অভিযোগ বিজেপির বিরুদ্ধে কুপিয়ে খুনে তৃণমূল কর্মী, অভিযোগ বিজেপির বিরুদ্ধে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/04/26/189063-bjp-tmc-flag-759.jpg)
নিজস্ব প্রতিবেদন: গভীররাতে মাইক বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ দুই রাজনৈতিক দলের মধ্যে, ঘটনার বলি এক তৃণমূল কর্মী সমর্থক। ঘটনাটি ঘটেছে মালদা জেলার পুকুরিয়া থানার সিমলা গ্রামে। সূত্রের খবর, বৃহস্পতিবার ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে গভীররাত অবধি মাইক বাজছিল এইদিন। এইনিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে বচসা বাঁধে। বচসার জেরে সনাতন মহালদার নামে এক তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির বিজেপির দিকে।
আরও পড়ুন: শ্যামনগরে সিগন্যাল বিভ্রাট, অফিস টাইমে ভোগান্তি শিয়ালদা মেন লাইনে
এদিন হাতাহাতিতে গুরুতর জঘম আরও ৩ তৃণমূল কর্মী। আহতদের আড়াইডাঙ্গা গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুকুরিয়া থানার পুলিস। এখনও পর্যন্ত অভিযুক্তদের কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিস।
অন্যদিকে ঘটনার দায় অস্বীকার করেছে বিজেপির কর্মী সমর্থকরা। তাঁদের দাবি এতে কোনও রাজনৈতিক কারণ নেই। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়