নিজস্ব প্রতিবেদন : তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। পার্টি অফিস থেকে থেকে বাড়ি ফেরার পথে গুলি করা হয় তাঁদের।  ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের বিনপুরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, টানা জেরায় নাটকের পর্দাফাঁস! আইনজীবী রজতকে খুনের কথা কবুল স্ত্রী অনিন্দিতার


শনিবার রাত নটা নাগাদ তৃণমূল পার্টি অফিস থেকে বাড়ি ফিরছিলেন বিমল মণ্ডল ও মঙ্গল দুলে নামে দুই তৃণমূল কর্মী । একই এলাকায় দুজনেরই পাশাপাশি বাড়ি। জানা গিয়েছে, বাড়ির সামনে দাঁড়িয়েই গল্প করছিলেন দুজনে।


আরও পড়ুন, কৈলাস বিজয়বর্গীয়র কুমন্তব্যের পাল্টা, আইনি চিঠি পাঠালেন অভিষেক


অভিযোগ, সেইসময় বিজেপি কর্মী অনুপ সিং তাঁদেরকে লক্ষ্য করে গুলি চালায়। যদিও অল্পের জন্য প্রাণে রক্ষা পান বিমল মণ্ডল ও মঙ্গল দুলে। গুলি চলার ঘটনায় তদন্ত শুরু করেছে বিনপুর থানার পুলিস।


আরও পড়ুন, স্বামীর বন্ধুর সঙ্গে পরকীয়া, গৃহবধূর পরিণতি হল মর্মান্তিক


যদিও, তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালনার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পুলিস অবশ্য গুলি চলার ঘটনায় সিলমোহর দিয়েছে।